নিজস্ব প্রতিবেদন: আজ রাজ্যে ফের মোদী মমতা দ্বৈরথ। চতুর্থ দফা নির্বাচনের আগে রাজ্যে একই দিনে দু'প্রান্তে যুযুধান প্রতিপক্ষ। আজ বোলপুর, রানাঘাটে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদী। শ্রীরামপুর,  কৃষ্ণনগর, বর্ধমানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




সপ্তদশ লোকসভা নির্বাচনের লড়াইয়ে সম্মুখ সমরে মোদী-মমতা। বাংলায় দুই হেভিওয়েট রাজনীতিকের জনসভা ঘিরে এদিন ফের উত্তেজনার পারদ চড়ছে। 
এবারের নির্বাচনে বিজেপির পাখির চোখ বাংলা। কিন্তু বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ তৃণমূল। বাংলা দখলে প্রচারে কোনও খামতিই রাখছে না পদ্ম শিবির।


কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে আসানসোলে মোদীর সামনেই বাজল বাবুলের থিম সং


অমিত শাহ, আদিত্যনাথ যোগীর একগুচ্ছ সভার পর এবার বাংলায় সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। প্রথমে বোলপুর, তারপর রানাঘাটে সভা করার কথা রয়েছে মোদীর। প্রায় একই সময়ে তখন সভায় ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রথমে শ্রীরামপুর, তারপর কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে তাঁর। এরপর তিনি বর্ধমানে সভা করবেন। এদিনের সভা থেকে মোদী বঙ্গবাসীকে কি বার্তা দেন, সেটাই দেখার। অন্যদিকে, মোদী বিঁধতে মমতা নতুন কোন অস্ত্রে শান দিয়েছেন, তা দেখতেও উদগ্রীব বঙ্গবাসী।