নিজস্ব প্রতিবেদন: ব্রিগেডগামী বিজেপি কর্মী সমর্থকদের বাসে হামলার অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটে বাঁকুড়ার খাতড়া এলাকায় ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




মোদীর সভায় যোগ দেওয়ার জন্য মঙ্গলবার গভীর রাতে রানিবাঁধ এলাকা থেকে দুটি বাসে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশে রওনা দেন । অভিযোগ, আখখুটা মোড় এলাকা থেকে ওই দুটি বাসের ওপর হামলা শুরু হয়। 


মোদীর ব্রিগেডে লোক আনতে ৫৩ লক্ষ টাকা দিয়ে ট্রেন ভাড়া করে ১টি কামরাও ভরাতে পারল না বিজেপি!
বাস দুটি খাতড়ার কাছাকাছি পৌঁছতেই একদল দুস্কৃতী লাঠি রড নিয়ে চড়াও হয়। বাস দুটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাসে থাকা বিজেপি কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । আহত হন ১২ জন বিজেপি কর্মী সমর্থক । 


মোদী বনাম মমতা, আজ দুই রথীর 'যুদ্ধ' দেখতে প্রস্তুত বাংলা
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে খাতড়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা।  খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সহ সভাপতি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোরের দিকে পুলিশের নিরাপত্তা নিয়ে বাসগুলি ফের ব্রিগেডের উদ্দেশে রওনা হয়।
 বিজেপি র অভিযোগ, তৃনমূল আশ্রীত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে । যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।