ভোট শুরু হতেই কলকাতা ফিরছেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে
বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের খবর আসছে। এপ্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ``এত জায়গায় EVM খারাপের খবর পাচ্ছি, তাতে চক্রান্তের গন্ধ পাচ্ছি।``
নিজস্ব প্রতিবেদন: আলিপুরদুয়ার, কোচবিহারে এখনও পর্যন্ত কোথাও কোনও বড় ধরনের অশান্তির খবর নেই। যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে, তা সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়েছে। দুই লোকসভা কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখার পর বললেন বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি কলকাতার দিকে রওনা হচ্ছেন।
রাজ্যে সাত দফা নির্বাচনে আজ প্রথম দফা। উত্তরবঙ্গের ২টি আসনে আলিপুরদুয়ার, কোচবিহারে নির্বাচন শুরু হয়ে গিয়েছে। এই দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই চলছে। তবে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। কোচবিহারের বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় ইভিএম খারাপের খবর আসছে। এপ্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন, ''এত জায়গায় EVM খারাপের খবর পাচ্ছি, তাতে চক্রান্তের গন্ধ পাচ্ছি।''
''এত জায়গায় EVM বিকল, চক্রান্তের গন্ধ পাচ্ছি'', অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের
যদিও প্রথম দু'ঘণ্টা দেখার পর বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, ''যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাওয়া গিয়েছে, তা সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে এখনও পর্যন্ত কোথাও কোনও বড় ধরনের গণ্ডগোলের খবর নেই।