নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপাড়ার কোতরং সুকান্তনগর এলাকায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। সোমনাথ শঙ্খবণিক নামে এক সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সোমনাথ সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন। এই ঘটনায় স্থানীয় তৃণমূলনেতা পাপ্পু সিংয়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার দিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভও দেখায় সিপিএম। 


স্ত্রীকে কটূক্তিতে অভিযুক্তকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী
পাপ্পু সিং যে দলীয় কার্যালয়ে বসেন, বুধবার রাতে সেখানে হামলা হয়। কার্যালয়ে ঢুকে টেবিল, চেয়ার টিভি সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কার্যালয়ে থাকা এক তৃণমূল কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিস। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।