LIVE: গোপীবল্লভপুরে ইভিএম লুঠের চেষ্টা, দুষ্কৃতীদের রুখতে শূন্যে গুলি চালাল বিএসএফ
ষষ্ঠদফা ভোটগ্রহণের শেষ লগ্নে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার শালতোড়ায়
** গোপীবল্লভপুরের ভাতান্ডিয়ায় ইভিএম লুঠের চেষ্টা। অভিযুক্ত বিজেপি। দুষ্কৃতীদের রুখতে শূন্যে গুলি চালাল বিএসএফ।
** বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্রে গড়ে ভোট পড়ল ৭৯.৯৩ শতাংশ। তমলুক ৮২.৯৯, কাঁথি ৮০.০৬, ঘাটাল ৮০.৩৫, ঝাড়গ্রাম ৮১.৬৮, মেদিনীপুর ৭৮.১৭, পুরুলিয়া ৭৮.৬৪, বাঁকুড়া ৭৫.৬৮, বিষ্ণুপুর ৮১.৯০ শতাংশ ভোট পড়েছে।
** বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা সুভাষবাবুর বিরুদ্ধে ইভিএম ভাঙচুরের অভিযোগ তৃণমূলের। পুলিস গিয়ে প্রার্থীকে উদ্ধার করে।
** আহত নিরাপত্তারক্ষীকে নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভারতী ঘোষ।
** ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর গুলি চালানোর ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠালেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুনীল জৈন।
** বেলা ৩টে পর্যন্ত মোট ভোট পড়ল ৭০.৩১ শতাংশ। ভোট পড়েছে তমলুকে ৭৩.৫১, কাঁথিতে ৬৯.৭৯, ঘাটালে ৭১.৪৫, ঝাড়গ্রামে ৬৯.৮৪, মেদিনীপুরে ৬৭.৫৬, পুরুলিয়ায় ৭০.৪৮, বাঁকুড়ায় ৬৮.০২, বিষ্ণুপুরে ৭১.১৯ শতাংশ।
** ফের কেশপুরে বিক্ষোভের মুখে পড়লেন ভারতী ঘোষ। ভারতী ঘোষকে ভিডিয়োগ্রাফিতে ছাড় দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।
** বিমানবন্দর থেকে আসার পথে জোড়া তল্লাশির মুখে পড়লেন মুকুল রায়। গাড়ি থেকে উদ্ধার হয় বিস্কুট।
** ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রার্থী দিলীপ ঘোষ। দেখা করলেন মায়ের সঙ্গে।
** গোটা কেশপুর বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন দাবি করলেন ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
** ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর। ভারতী ঘোষের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল কমিশন। বুথের একশো মিটারের মধ্যে সিকিউরিটি নিয়ে ঢোকার জন্য এফআইআর-এর নির্দেশ দেওয়া হয়েছে।
**কুলিয়ানা জুনিয়ার হাইস্কুল ১১৮ নম্বর বুথে ভোট দিলেন দিলীপ ঘোষ।
**সকাল ১টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ৫৯.০৭ শতাংশ, কাঁথি ৫৭.০৯ শতাংশ, ঘাটাল ৫৪.৯৫ শতাংশ, ঝাড়গ্রাম ৫৮.২১ শতাংশ, মেদিনীপুর ৫৩.০২ শতাংশ, পুরুলিয়া ৫৬.৬০ শতাংশ, বাঁকুড়া ৫২.৮২ শতাংশ, বিষ্ণুপুর ৫২.৮৪ শতাংশ। গড়ে ভোট পড়েছে ৫৫.৫৮ শতাংশ।
** কেশপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। কমিশনে রিপোর্ট পাঠালেন আরিজ আফতাব।
**কেশপুরে গোটগেরিয়া শিবশক্তি হাইস্কুলে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নিতে 'বাধা'।
** হলদিয়া সুতাহাটা গোপালপুর বিদ্যালয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। পুলিসকে লক্ষ্য করেও ইটবৃষ্টি। গোপালপুরে সকাল থেকে উত্তেজনা। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা। আহত হয়েছেন বেশ কয়েকজন।
** সকাল ১১টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ৪১.২০ শতাংশ, কাঁথি ৩৭.৫৩ শতাংশ, ঘাটাল ৩৯.৪১ শতাংশ, ঝাড়গ্রাম ৪১.৮৭ শতাংশ, মেদিনীপুর ৩৭.৪২ শতাংশ, পুরুলিয়া ৩৫.৭৮ শতাংশ, বাঁকুড়া ৩৩.০৭ শতাংশ, বিষ্ণুপুর ৩৭.৫০ শতাংশ। গড়ে ভোট পড়েছে ৩৭.৯৭ শতাংশ।
**কেশপুরেও ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ। নথি না দেখানোয় তাঁর গাড়ি বাজেয়াপ্ত করল পুলিস। ঘটনাকে ঘিরে কেশপুর মোড়ে ধুন্ধুমার, পুলিসকে ইট।
** দাঁতনে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপকে ঘিরে গো ব্যাক স্লোগান। অশান্তির খবর পেয়ে দাঁতনের ওই বুথে যান দিলীপ ঘোষ। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। বাধ্য হয়ে এলাকা ছাড়েন তিনি।
** সকাল ৯টা পর্যন্ত তমলুকে ভোট পড়েছে ২০.৭৩ শতাংশ, কাঁথি ১২.০৫ শতাংশ, ঘাটাল ১৮.৫০ শতাংশ, ঝাড়গ্রাম ১৮.৪৯ শতাংশ, মেদিনীপুর ১৬.০৫ শতাংশ, পুরুলিয়া ১৬.৯২ শতাংশ, বাঁকুড়া ১১.৬২ শতাংশ, বিষ্ণুপুর ১৮.৮৯ শতাংশ। গড়ে ভোট পড়েছে ১৬.৬৬ শতাংশ।
** ''ভারতী ঘোষ যেভাবে সন্ত্রাস তৈরি করছে, তা একেবারেই কাম্য নয়। ঘাটালের মানুষের ওপরই ভরসা রয়েছে।'' ঠান্ডা মাথায় বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব।
** কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।
**কেশপুরে চলল গুলি। ৪ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। বখতিয়ার খান নামে গুলিবিদ্ধ হয়েছেন ১জন। ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখালে গুলি চালায় নিরাপত্তারক্ষী।
** ঘাটালের দোগাছিয়ায় ভারতী ঘোষকে ঘিরে ধুন্ধুমার। বিজেপি প্রার্থী বুথে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি এলাকাবাসীর। ইটের ঘায়ে মাথা ফাটল ভারতী ঘোষের নিরাপত্তারক্ষীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিসের। ভারতী ঘোষের গাড়ির কাচ ভেঙে যায়।
** বুথের মধ্যেই নিজের মোবাইলে 'ভিডিওগ্রাফি' করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে। পিপুরদার বুথে ছবি তুলছিলেন ভারতী ঘোষ। ভারতী ঘোষ ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে জেলাশাসককে কড়া পদক্ষেপের নির্দেশ কমিশনের।
** হলদিয়ায় সিপিএম প্রার্থীর বাড়ি ভাঙচুর। কাঁথির সিপিএম প্রার্থী পরিতোষ পট্টনায়েকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
** পশ্চিম মেদিনীপুরের বেলদার নারায়ণগড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা। পাতলিতে তৃণমূলের ক্যাম্প অফিসেও হামলার অভিযোগ। আহত ৪ তৃণমূল কর্মী। আহতদের মধ্যে ৩জন একই পরিবারের সদস্য। মাথা ফেটে গিয়েছে কর্মীদের। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
** সেনার সামনেই ভারতী ঘোষকে ঘিরে বিক্ষোভ। ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন।
** কেশপুরে ভারতী ঘোষকে ঘিরে উত্তেজনা। বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বুথে পৌঁছতেই বিক্ষোভ তৃণমূল কর্মীদের। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বুথ চত্বরেই তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। ধস্তাধস্তিতে পায়ে চোট পান ভারতী ঘোষ। বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
** ''তৃণমূল হারছে, তাই এবার কম কর্মী খুন হচ্ছেন। হারবে বুঝেই শেষের দিকে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।'' গোপীবল্লভপুরে বিজেপি কর্মী খুন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, ভোটের আগের রাতেই গোপীবল্লভপুরে রামিন সিং নামে বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
** দাঁতন ২ পূর্ব ৬২ নম্বর বুথে ইভিএম খারাপ। ভোট এখনও শুরু করা যায়নি।
** চাঁদিফাটা রোদ এড়াতেই সকাল থেকে বুথে বুথে লম্বা লাইন।
ষষ্ঠ দফার ভোটগ্রহণ হতে চলেছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও মেদিনীপুরে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
৭ রাজ্যের ৫৯ লোকসভায় আজ নির্বাচন। ৭৪৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে।
পুরুলিয়ায় থাকছে ১০৯ আধাসেনা
২৭ কোম্পানী আধাসেনা থাকছে স্ট্রং রুমে
পশ্চিম মেদিনীপুরে মোতায়েন থাকছে ১৭৪ কোম্পানি বাহিনী
পূর্ব মেদিনীপুরে ১৯০ কোম্পানি আধাসেনা