সিভিজিল-এ প্রথম দিনেই জমা পড়ল ৮৬টি অভিযোগ
হুমকি অথবা অন্য যে কোনও সমস্যা হলেই কোনও ব্যক্তি অ্যাপ-এ অভিযোগ জানাতে পারবেন।
নিজস্ব প্রতিবেদন : এবারের নির্বাচনে নির্বাচন কমিশনের চোখ, নাক, কান হিসেবে ব্যবহার হবে অন্যতম গুরুত্বপূর্ণ আইটি অ্যাপ্লিকেশন সিভিজিল। এমনটাই ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আর্দশ নির্বাচনী বিধি চালু হওয়ার প্রথম দিনেই এরাজ্যে জমা পড়ল ৮৬টি অভিযোগ। এক্ষেত্রে যে কোনও ব্যক্তি নির্বাচন সংক্রান্ত কোনও সমস্যা, তা হুমকি হোক অথবা অন্য যে সমস্যা-ই হোক, তিনি অ্যাপ এ অভিযোগ জানাতে পারবেন। সেই অনুযায়ী আজ থেকে এই ব্যবস্থা শুরু হল।
আরও পড়ুন, "আগে কোনওদিন সংসদে যাইনি, সুযোগ পেলে মানুষের জন্য কাজ করব"
রাজ্যে এই ব্যবস্থা শুরু হওয়ার প্রথম দিনেই জমা পড়ল ৮৬টি অভিযোগ। যদিও তার মধ্যে ৪৭টি অভিযোগ কোনওভাবেই গ্রহণ করা যায়নি। তবে প্রথমদিনেই এত সংখ্যক অভিযোগ জমা পড়ার ঘটনা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আগামিদিনে সিভিজিল-এর উপর কতটা গুরুত্ব পড়তে চলেছে।