নিজস্ব প্রতিবেদন : আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আজ মেগা র‌্যালিতে যোগ দেন বিজেপি সভাপতি অমিত শাহ। সভা থেকে চাঁছাছোলা ভাষায় একের পর এক আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একনজরে অমিত শাহের বক্তব্য-


- নরেন্দ্র মোদীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে পদ্মফুলে ভোট দিন। পরিবর্তনের লক্ষ্যে বিজেপি প্রার্থীকে ভোট দিন।


- পাকিস্তানের থেকে গুলি এলেই, এদিক থেকে জবাব দেওয়া হবে। ইটের জবাব পাথরে দেওয়া হবে।


- পুলওয়ামায় ৪০ জন জওয়ানের মৃত্যুর বদলা নেওয়া উচিত কিনা? পাকিস্তানকে জবাব দেওয়া উচিত কিনা? মমতাদিদি পাকিস্তানের প্রতি প্রত্যাঘাত চাননি।


- পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে। তার জবাব দিয়েছে ভারত।


- পশ্চিমবঙ্গে নতুন দিন, নতুন সকাল নিয়ে আসবেন নরেন্দ্র মোদী।


- গত ৫ বছরে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের হিসেব বাংলার জনতাকে দিতে এসেছি আমি। কোনও মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীকে হিসেব দেওয়ার প্রয়োজন নেই।


- মমতাদিদিকে না সরালে এখানে আয়ুষ্মান ভারত আসবে না। মমতাদিদি, আপনি বলুন গরিবদের জন্য কী করেছেন? 


- ভারতবাসীর জন্য 'আয়ুষ্মান ভারত'-এর সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু, মমতাদিদির জন্য আপনারা এখানে বঞ্চিত।


- সব শরণার্থীরা এখানে আশ্রয় পাবেন। সব হিন্দু শরণার্থীদের সম্মানের সঙ্গে এখানে থাকতে দেওয়া হবে। শরণার্থীদের ভারত থেকে তাড়ানোর ক্ষমতা কারোর নেই।


- বৈধ নাগরিকদের ভয়ের কোনও কারণ নেই। তাঁরা সম্মানে থাকতে পারবেন। মানুষকে ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।


- নাগরিকত্ব সংশোধনী বিল আমাদের প্রতিশ্রুতি।


- মমতাদিদি, কজনের মুখ বন্ধ করবেন? একা অমিত শাহের মুখ বন্ধ করবেন? কতজনের মুখ বন্ধ করবেন?


- ইমামদের ভাতা দিচ্ছেন, তবে পুরোহিতদের ভাতা কেন দিচ্ছেন না?


- বাংলায় গণতন্ত্র থাকবে কিনা, ঠিক করবে এই ভোট।


- এখানে অবাধ ও সুষ্ঠু ভোট করার চেষ্টা করছে কমিশন।


- পঞ্চায়েত ভোটে এখানে শুধু হিংসা হয়েছে। জোর করে মানুষদের ভোট দিতে দেয়নি।


- মা-মাটি-মানুষের সরকারের স্লোগানে আজ ভরসা নেই কারোর।


- আমাদের হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হচ্ছে না। এখানে সব কিছুর জন্য তোলা দিতে হয়।


- বাংলায় সরস্বতী পুজো, দুর্গা পুজোর জন্য অনুমতি নিতে হয় তৃণমূলের সরকার থেকে।


- তৃণমূল কংগ্রস মানে তোলাবাজি, টোলট্যাক্স আর সিন্ডিকেট।


- বিজেপিকে কেউ আটকাতে পারবে না।


- আপনার সময় শেষ মমতাদিদি।


- বাংলায় এবার ২৩টা আসন জিতবে বিজেপি।


- একদিকে পরাক্রমী মোদী, অন্যদিকে দুর্বল জোট।


- শিকড় সুদ্ধু তৃণমূলকে এবার উপড়ে ফেলার সময় এসেছে।


- যে বাংলায় রবীন্দ্রনাথের গান, চৈতন্যদেবের কীর্তন শোনা যেত, এখন সেই বাংলাতেই বোমার আওয়াজে ভরে উঠেছে।


- বাংলায় গণতন্ত্র, সংস্কৃতিকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।


- এবার তৃণমূলের হার নিশ্চিত।


- পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস।


- বাংলার জন্য এই নির্বাচন অস্তিত্ব রক্ষার।


- আগামী ৫ বছরে দেশের দিশা ঠিক করবে এই নির্বাচন।


-যেদিকে চোখ যাচ্ছে শুধুই কালো মাথার সারি, সবাইকে ধন্যবাদ।


- আলিপুরদুয়ার প্রার্থীর সমর্থনে আমি আজ এখানে এসেছি।


- পশ্চিমবঙ্গে পরিবর্তন চান কি চান না?