`শলাকা` দেখিয়ে বুথ কর্মীদের ভোট করানোর নিদান অনুব্রতর
`শলাকা ভালো জিনিস তো৷ শলাকা মানে কাঠি। কীসের কাঠি বলতে পারব না৷ মানে বের করুন ডিকশনারি খুলে।`
নিজস্ব প্রতিবেদন : গুড় বাতাসা, চড়াম চড়াম, পাচন, নকুলদানার পর এবার তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নতুন সংযোজন 'শলাকা'। "শলাকা দেখিয়ে ভোট করিয়ে নেবেন।" বোলপুরের ডাকবাংলো মাঠের সভা থেকে দলের কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন অনুব্রত। যদিও, শলাকা বলতে কী বোঝাতে চাইলেন? সেকথা খোলসা করেননি তিনি।
এদিন বোলপুর ডাকবাংলো মাঠে দলের নির্বাচনী প্রচার সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "যা চাইবেন তাই করে দেব৷ একটাই কথা বলব, জোড়া ফুলে ভোট দেবেন। সিপিএম, কংগ্রেস, বিজেপিকে ভোট দেবেন না।"
আরও পড়ুন, ভিডিয়ো: গাড়ি থেকে নেমে সোজা বিশেষভাবে সক্ষম ছাত্রীদের মাঝে মুখ্যমন্ত্রী
এরপরেই দলের বুথ কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "যারা বুথ কর্মী আছেন। বাইরে দাঁড়িয়ে থাকবেন। শলাকা দেখিয়ে ভোট করিয়ে নেবেন। সেটা কীভাবে করবেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন।" তবে সাংবাদিকদের প্রশ্নে 'শলাকা' ব্যাখ্যা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। শলাকা বলতে কী বোঝাতে চাইলেন? তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, "শলাকা ভালো জিনিস তো৷ শলাকা মানে কাঠি। কীসের কাঠি বলতে পারব না৷ মানে বের করুন ডিকশনারি খুলে।"