নিজস্ব প্রতিবেদন: আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারাবনির বুথে বিজেপি এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। খবর পেয়ে ওই বুথে পৌঁছন আসানসোলের বিজেপি প্রার্থী। এরপরই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারাবনির বুথে বিজেপি এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আসানসোলের বিজেপি প্রার্থী। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। তৃণমূলের দাবি, তাঁদের কর্মীদের মারধর করেছে বিজেপির লোকজন। এরমধ্যেই বাবুল সুপ্রিয় গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। সংবাদমাধ্যমের গাড়ির উপরে হামলা করা হয়েছে। বাবুল বলেন,''আমি জানতাম, প্রথম যেখানে যাব, সেখানেই গণ্ডগোল করবে। ওরা আমাকে আটকাতে চাইছে। কিন্তু সেটা পারবে না''।