নিজস্ব প্রতিবেদন: মমতার বিনাশ কালে বুদ্ধিনাশ হয়েছে। তাই তিনি এখন শুধু প্রলাপ বকছেন মোদী, মোদী, মোদী। রাজ্যে এসে এভাবেই তৃণমূল নেত্রীকে নিশানা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তপন রায়ের সমর্থনে চন্দ্রকোনার রামজীবনপুরে একটি নির্বাচনী জনসভা করেন বিপ্লব দেব। বলেন "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে মা-মাটি-মানুষ জপ করতেন। এখন তিনি মোদি জপ মালা নিয়ে বসে আছেন, শুধু জপ করছেন মোদী, মোদী, মোদী। তার কারণ উনি বুঝে গিয়েছেন ক্ষমতায় আসতে চলেছেন নরেন্দ্র মোদিই। সে জন্য উনি দিনরাত ডান দিকে-বাম দিকে সর্বত্রই মোদিকে দেখছেন''।


বিপ্লব আরও বলেন,"পশ্চিম বাংলার প্রতিটি লোকসভা কেন্দ্রে শুধু মোদি রব উঠেছে, আর আপনাদের গুন্ডাদের কেউ ভয় করবে না। এখন পশ্চিমবাংলায় একটাই রাজ চলছে সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ ও  তোলাবাজি সরকার। ৩৪ বছরের বাম সরকারের আমলে ছিল ক্যাডার রাজ''।


সাধের লাউ বানাইল মোরে বৈরাগীর ছন্দে বিপ্লব দেবের কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে বৈরাগী বানাবে তাঁর ভাইপো অভিষেক। তাই আপনাকে শেষ করতে আমার মাত্র ১ বছর সময় লাগবে। পশ্চিম বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমি আপনাকে বিদায় করে দেব। 


আরও পড়ুন- টুপি পরে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন মুসলিমরা, সংখ্যালঘু এলাকায় বললেন ফিরহাদ