নিজস্ব প্রতিবেদন : ভোটের দিন বুথ দখল কিংবা রিগিং হলে 'গুলি খেলা'র পরামর্শ দিলেন হাওড়া জেলা বিজেপি সভাপতি। সাফ জানালেন, শাসকদলের সঙ্গে 'গুলি খেলতে' চায় বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সদর সভাপতি সুরজিৎ সাহা বলেন, "হাওড়ায় বড় খেলার মাঠ নেই। নাহলে ফুটবল খেলতে বলতেন তিনি। তাই ছোট জায়গায় কাঁচের গুলি খেলতে পরামর্শ। এমনকি খাবার হজম না হলে, হজমি গুলি খাওয়াতেও প্রস্তুত তাঁরা।" এখন, 'কাঁচের গুলি খেলা'র কথা বলে তিনি কী ইঙ্গিত করতে চেয়েছেন? তা পরিষ্কার হবে ভোটের দিন। তবে জেলা বিজেপি সভাপতির এই মন্তব্যের পরই উস্কে উঠেছে বিতর্ক।


আরও পড়ুন, বিজেপি-ই দেওয়ালে লিখল 'চৌকিদার চোর হ্যায়'!


অন্যদিকে, রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূলের সদর সভাপতি অরূপ রায়ের দাবি, "এসব বলে বিজেপি লাইম লাইটে আসার চেষ্টা করছে। তৃণমূলেরর রিগিং করার দরকার হয় না। উন্নয়ন যা হয়েছে, তাতে জয় সুনিশ্চিত।