বিজেপি মহিলা কর্মীদের মাটিতে ফেলে মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে
চিৎকার শুনে ছুটে আসেন গ্রামের লোকজন। তখন বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
নিজস্ব প্রতিবেদন : বিজেপি মহিলা কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়।
এধিন দুপুরে গড়বেতা ৩ নম্বর ব্লকের করসায় ১৫৫ নম্বর ও ১৫৬ নম্বর বুথে স্লিপ বিলি করতে যান বিজেপির কয়েকজন মহিলা কর্মী। অভিযোগ, সেইসময় প্রথমে গাড়ি আটকায় তৃণমূলের কর্মী, সমর্থকরা। গাড়ি আটকানোয় প্রতিবাদ করেন ২ জন বিজেপি মহিলা কর্মী।
আরও পড়ুন, 'বাংলাদেশ থেকে আসা বহিরাগতরাই বসিরহাটে হিংসা ছড়িয়েছিল', হাড়োয়ায় দাবি মমতার
অভিযোগ, তখন তাঁদের উপর চড়াও হন তৃণমূলের কর্মী, সমর্থকরা। বেধড়ক মারধর করা হয় ওই বিজেপি মহিলা কর্মীদের। মাটিতে ফেলে মারা হয় তাঁদের। চিৎকার শুনে ছুটে আসেন গ্রামের লোকজন। তখন বেগতিক বুঝে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুন,আগুন ঝরছে! প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন ১ প্রিসাইডিং অফিসার সহ ২ ভোটকর্মী
এই ঘটনার সঙ্গে সঙ্গেই জখম বিজেপি মহিলা কর্মীদের দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।