নিজস্ব প্রতিবেদন : ভোটের একদিন আগেই কোচবিহারের পুলিস সুপার বদল। পুলিস সুপারের পদ থেকে সরিয়ে দেওয়া হল অভিষেক গুপ্তাকে। তাঁর জায়গায় কোচবিহারের নতুন পুলিস সুপার হচ্ছেন অমিত সিং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কমিশন সূত্রে জানা গিয়েছে, আজকেই দায়িত্ব নেবেন অমিত সিং। বিকেল ৫টার মধ্যে দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। উল্লেখ্য, অভিষেক গুপ্তার নামে কিছুদিন আগেই কমিশনে অভিযোগ জানায় বিজেপি। কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী মোদীর সভা থেকে অভিষেক গুপ্তার বিরুদ্ধে প্রকাশ্যে পক্ষপাতিত্বের অভিযোগ জানান মুকুল রায়ও। অন্যদিকে, আজ সন্ধ্যা ৬টার পর থেকে ভূটান-ভারত সীমান্ত সিল করে দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি, কোচবিহার ও আলিপুরদুয়ারের সব নেতা-মন্ত্রীর উপর নজরদারি চালাতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর কমিশন সূত্রে।



কমিশনের তরফে রাজ্য প্রশাসনকে স্পষ্ট নির্দেশে জানানো হয়েছে, অপসৃত আধিকারিককে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না। 


আরও পড়ুন, 'কত বড় এসপি দেখে নেব?' প্রধানমন্ত্রীর সামনেই 'হুমকি' মুকুল রায়ের


প্রসঙ্গত, প্রথম দফায় রাজ্যে ২ কেন্দ্রে, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট। মোট বুথের সংখ্যা ৩৮৪৪টি। এরমধ্যে কোচবিহার লোকসভা কেন্দ্রের মোট বুথ ২০১০। জানা গিয়েছে, তার মধ্যে মাত্র ১০৬০টি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি যে ৯৬০টি বুথ, সেখানে রাজ্য পুলিসের নিরাপত্তায় ভোট হবে। সোমবার কমিশন জানায়, প্রথম দফা ভোটে কোচবিহারে মোতায়েন করা হবে ৪৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সেই সংখ্যাটা আরও ৩ কোম্পানি বাড়ানো হয়। এখন প্রশ্ন উঠছে, মোট ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটে কোচবিহারে এলেও, অর্ধেক বুথে কেন মোতায়েন করা হচ্ছে?