নিজস্ব প্রতিবেদন : লোকসভা নির্বাচনে রাজ্যে ৭ দফায় ভোটকে স্বাগত জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা আছে। সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর জন্যই রাজ্যে ৭ দফায় ভোট। ভোটে রাজ্যের সর্বত্র সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে ২০১৯ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ১১ এপ্রিল থেকে ১৯ মে, মোট ৭ দফায় সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেন তিনি। রাজ্যে এই প্রথমবার লোকসভা নির্বাচন হচ্ছে ৭ দফায়। একনজরে দেখে নিন, কোন দিন রাজ্যের কটি আসনে ভোট-


১১ এপ্রিল - প্রথম দফায় রাজ্যের ২টি আসনে ভোট।


১৮ এপ্রিল-  দ্বিতীয় দফায় রাজ্যের ৩টি আসনে ভোট।


২৩ এপ্রিল- তৃতীয় দফায় রাজ্যের ৫টি আসনে ভোট।


২৯ এপ্রিল-চতুর্থ দফায় ভোট রাজ্যের ৮টি আসনে ভোট।


৬ মে-  পঞ্চম দফায় রাজ্যের ৭টি আসনে ভোট।


১২ মে-  ষষ্ঠ দফায় রাজ্যের ৮টি আসনে ভোট।


১৯ মে- সপ্তম ও শেষ দফায় রাজ্যে সর্বাধিক ৯টি আসনে ভোট।


২৩ মে- ভোটগণনা ও ফলাফল ঘোষণা। আরও পড়ুন, "দলে ছিলাম, দলে আছি, দলে থাকব", জল্পনা উড়িয়ে ঘোষণা সব্যসাচীর