নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট নয়। সাতসকালে এই দাবিতেই দুর্গাপুরের ভাদুবালা বিদ্যাপীঠের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবি, রাজ্য পুলিসের উপরে ভরসা নেই। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠে সকাল থেকে  বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। তাঁদের দাবি, চার দিন আগে এলাকায় টহল দিয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। অথচ ভোটের দিন দেখা নেই বাহিনীর। ২২৫-২২৯ বুথে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিস। আর তা দেখে যারপরনাই ক্ষুব্ধ ভোটাররা। বিক্ষোভের জেরে শান্তিপূর্ণ ভোটের জন্য রাজ্যের বাহিনী বাড়ানোও হয়। কিন্তু রাজ্য বাহিনীকে ভরসা করছেন না ভোটাররা। তাঁদের দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে ভোট বয়কট করবেন না। একইসঙ্গে পঞ্চায়েত ভোটের কথাও মনে করিয়ে দিয়েছেন তাঁরা।         


আরও পড়ুন- সন্ত্রাসবাদ পরের কথা, পিসি-ভাইপো গ্রামের গুন্ডাদের সামলাতে পারে না: মোদী    


স্থানীয়দের অভিযোগ, রাজ্য পুলিস থাকলে বুথে ঢুকে ছাপ্পা দিতে শুরু করবে তৃণমূল। সেজন্য কেন্দ্রীয় বাহিনী না দিলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ভোটারদের দাবি নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।