সন্ত্রাসবাদ পরের কথা, পিসি-ভাইপো গ্রামের গুন্ডাদের সামলাতে পারে না: মোদী
Apr 28, 2019, 00:05 AM IST
1/4
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটে এয়ার স্ট্রাইককে হাতিয়ার করে বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠছেন নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদীদের জবাব দিতে যে একমাত্র তিনিই সক্ষম তা মনে করিয়ে দিলেন নমো।
2/4
প্রধানমন্ত্রী বলেন,''নামদার কংগ্রেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। জম্মু-কাশ্মীর থেকে সেনা কমিয়ে নেওয়ার কথা বলছে ওরা। সেনার বিশেষ অধিকারও খর্ব করতে চাইছে। সাধারণ মানুষকে নিয়ে ওরা ভাবিত নয়, খালি নিজেদের স্বার্থ দেখছে''।
photos
TRENDING NOW
3/4
বিগত সরকারের কথা মনে করিয়ে দিয়ে মোদী বলেন,''বিশ্বের ভয়ে আগে সরকার ব্যবস্থা নিতে আগ্রহ দেখাত না। আমার কাছে দেশই অগ্রাধিকার। গত পাঁচবছরে জম্মু-কাশ্মীরেই সীমাবদ্ধ থেকেছে সন্ত্রাসবাদ। আগে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান কাঁদত, এখন পাকিস্তান কাঁদছে''।
4/4
সপা-বসপাকে নিশানা করে মোদী বলেন, গ্রামের গুন্ডাদেরই নিয়ন্ত্রণ করতে পারেন না পিসি-ভাইপো, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কীভাবে লড়াই করবেন!