নিজস্ব প্রতিবেদন : হেভিওয়েট প্রার্থীদের প্রচারে দাপট কমাতে তত্‍পর হল নির্বাচন কমিশন। প্রচুর সংখ্যক গাড়ি আর নিরাপত্তারক্ষী নিয়ে প্রচারে রাশ টানতে উদ্যোগী কমিশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, তারকা প্রার্থীরা অসংখ্য গাড়ির কনভয় নিয়ে প্রচারে বেরিয়েছেন। তাঁদের গাড়িতে ঝাঁকে ঝাঁকে নিরাপত্তারক্ষী। কমিশন মনে করে, হেভিওয়েটদের এই দাপুটে প্রচারে সামাজিক দূষণ হয়। ভোটারদের মনে অহেতুক আশঙ্কা তৈরি হয়। সে কথা মাথায় রেখে কমিশনের নির্দেশ, হেভিওয়েটরা দরজায় দরজায় ঘুরে প্রচারে যাওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে যাওয়া যাবে না। পাশাপাশি, নিরাপত্তারক্ষীকেও হেঁটে যেতে হবে।


আরও পড়ুন, আসানসোল পুলিস কমিশনারের অপসারণের দাবিতে ধরনায় বাবুল


পাশাপাশি, শুক্রবার কমিশনে ধরনায় বসেন মুকুল রায়রা। গতকালের বিক্ষোভের পর এদিন জয়েন্ট সিপি জাভেদ শামিম, ডিসি সেন্ট্রাল শুভনকর সিনহা সরকার ও ডিসি হেডকোয়ার্টার অপরাজিতা রাইকে ডেকে পাঠানো হয় কমিশনে। বিক্ষোভের জেরে একদিকে যেমন অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তেমনই ডেপুটেশন যাতে মূল গেটের বাইরে না হয় তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।