আসানসোল পুলিস কমিশনারের অপসারণের দাবিতে ধরনায় বাবুল

বাবুল সুপ্রিয়র উপস্থিতিতেই এক তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

Updated By: Apr 13, 2019, 05:56 PM IST
আসানসোল পুলিস কমিশনারের অপসারণের দাবিতে ধরনায় বাবুল

নিজস্ব প্রতিবেদন : আসানসোলের পুলিশ কমিশনারের অপসারণের দাবিতে ধরনায় বসল বিজেপি। আজ পশ্চিম বর্ধমান জেলাশাসকের দফতরের সামনে ধরনায় বসেন বাবুল বাবুল সুপ্রিয় সহ জেলার নেতারা। পরে ডিএম-এর আশ্বাসে ধরনা তোলা হয়।

বাবুল অভিযোগ করেন, বার বার তাঁর কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের লোকেরা । নির্বাচন কমিশনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি। বারাবনির ঘটনায় বেছে বেছে বিজেপি নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে । অথচ সেখানে যে সকল তৃণমূল কর্মীরা ঝামেলা করল, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

'রাষ্ট্রপতি রামভক্ত', রাহুলের শোভাযাত্রায় ট্যাবলোর ছবি ঘিরে বিতর্ক

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র উপস্থিতিতেই এক তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বারাবনি পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র পাসোয়ান নামে ওই তৃণমূল নেতা আহত অবস্থায় এখন হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, শুক্রবার রাতে আসানসোলে মুনমুন সেনের প্রচার সেরে সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন জিতেন্দ্র পাসোয়ান। পথে মাজিয়ারা গ্রামে বিজেপি সমর্থকদের সঙ্গে মুখোমুখি হন তাঁরা।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জিতেন্দ্র পাসোয়ানের গাড়িতে তৃণমূলের পতাকা দেখেই ক্ষেপে ওঠেন উল্টোদিক থেকে আসা বিজেপি সমর্থকরা। তেড়ে এসে জিতেন্দ্র পাসোয়ানের গাড়িতে হামলা চালান তাঁরা। ব্যাপক মারধর করা হয় জিতেন্দ্রকে। সেইসময় তাঁদের সঙ্গে ছিলেন আসানসোলের প্রার্থী বাবুল সুপ্রিয়ও।

বাম ঘাঁটিতে রামের পদার্পণ! রামনবমীর মিছিলে 'অবরুদ্ধ' পুরুলিয়া

যদিও অভিযোগ অস্বীকার করে বাবুল সুপ্রিয় পাল্টা দাবি করেছেন, তাঁকেই একপ্রকার গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন মত্ত জিতেন্দ্র। বাধা দিতে গিয়ে সংঘর্ষে জড়ান বিজেপি সমর্থকরা।

.