নিজস্ব প্রতিবেদন : রবিবার সপ্তম ও শেষ দফায় সর্বোচ্চ ৯টি আসনে ভোট রাজ্যে। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ- এই ৯টি আসনে ১৯ মে ভোটগ্রহণ।  নির্বাচন কমিশন জানিয়েছে, শেষ দফায় মোট ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে বাহিনী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এখন এই ৭১০ কোম্পানি বাহিনীর মধ্যে ভোটের কাজে ব্যবহার করা হবে ৬৭৬ কোম্পানি ও স্ট্রংরুমের নিরাপত্তায় থাকবে ৩৪ কোম্পানি। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, একইসঙ্গে ৪৪৪ কোম্পানি কুইক রেসপন্স টিম বা কিউআরটি মোতায়েন করা হবে শেষ দফায়। প্রসঙ্গত, প্রতি থানায় ২টি করে কিউআরটি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


একনজরে বাহিনী বিন্যাস-
বারাসত- ৫৫ কোম্পানি
বারাকপুর- ৪৮ কোম্পানি
বারুইপুর- ১০২ কোম্পানি
বসিরহাট- ৭১ কোম্পানি
বিধাননগর- ২৭ কোম্পানি
ডায়মন্ড হারবার- ৮১ কোম্পানি
সুন্দরবন- ৮০ কোম্পানি
কলকাতা- ১৪৭ কোম্পানি
ভাটপাড়া- ৬ কোম্পানি
দার্জিলিং- ১৬ কোম্পানি
হাবিবপুর- ১১ কোম্পানি
ইসলামপুর- ১০ কোম্পানি
মুর্শিদাবাদের নওদা ও কান্দিতে- ২২ কোম্পানি


আরও পড়ুন,আমরা মূর্তি ভাঙিনি, ভাঙলে তো কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে পারতাম, বলল ABVP


শেষ দফায় মোট বুথসংখ্যা ১৭ হাজার ৪২। এরমধ্যে ১০ হাজার ২৩২টি বুথে সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে কমিশন। একনজরে বুথভিত্তিক পরিসংখ্যান-
দমদম- ১৭৬১টি,  সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৯৯০টিতে
বারাসত-১৯১৫টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ১০২৯টিতে
বসিরহাট- ১৮৬১টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৯৪৩টিতে
জয়নগর- ১৮১০টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ১২৩০টিতে
মথুরাপুর- ১৮৪৮টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ১২৪০টিতে
ডায়মন্ড হারবার- ১৯১২টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ১২৭৫টিতে
যাদবপুর- ২০৪২টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ১৪১০টিতে
কলকাতা দক্ষিণ- ২০৩১টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ১১৮১টিতে
কলকাতা উত্তর- ১৮৬২টি, সিসিটিভি ও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকছে ৯৩৪টিতে


আরও পড়ুন, 'আমাকে কাল মেরে দিতে পারে,' আশঙ্কাপ্রকাশ মমতার, 'বঙ্গ মহিলা বাহিনী' তৈরির ডাক তৃণমূল নেত্রীর


এদিন ষষ্ঠ দফার হিংসার ঘটনা মিডিয়ায় কী কী ধরা পরেছে, তা জানতে চায় কমিশন। বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে সেই ফুটেজ, ছবি  জমা দেন কমিশনের আধিকারিকরা।