নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগে নিউটাউন থানার সামনে ধরণায় বসলেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। প্রার্থীর দাবি কেন্দ্রীয় বাহিনীর লোকেরা এসে যাত্রাগাছি এলাকার তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুড় চালায়। পাশাপাশি তাঁর আরও অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর লোকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে দলের সমস্ত পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: LIVE: হরিশ মুখার্জি স্ট্রিটে ভোট দিলেন মুখ্যমন্ত্রীর


আর এরই প্রতিবাদে দুপুর থেকে নিউটাউন থানার সামনে ধরণায় বসেছেন প্রার্থী। যতক্ষণ না এই ঘটনার পাল্টা কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে ততক্ষণ এই ধরণা চলবে বলেই স্পষ্ট জানিয়েছে প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। উল্লেখ্য, সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে শিরোনামে। দিল্লির মসনদ কার সেই পরীক্ষার শেষ দিন আজই।



অশান্তি, বোমাবাজির আবহেই রাজ্যজুড়ে চলছে শেষ বেলার ভোটগ্রহণ।