ভোট-সপ্তমীতে বিক্ষিপ্ত অশান্তির আবহাওয়াতেই শেষ হল গণতন্ত্রের উৎসব

চতুর্মুখী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল-বিজেপির। কলকাতা, দুই ২৪ পরগণায় আজ 'মহাযুদ্ধ'। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার আসনে আজ নির্বাচন। ভাগ্য নির্ধারণ হবে মোট ১১১ জন প্রার্থীর। তালিকায় রয়েছেন হেফি ওয়েটরাও। 

Updated By: May 20, 2019, 09:56 AM IST
ভোট-সপ্তমীতে বিক্ষিপ্ত অশান্তির আবহাওয়াতেই শেষ হল গণতন্ত্রের উৎসব

** বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার- দমদম- ৭৩.০৫, বারাসত- ৭৪.৪১, বসিরহাট-৭৭.৭৭, জয়নগর-৭৫.৮১, মথুরাপুর- ৭৮.৫২, ডায়মন্ড হারবার- ৭৭.৪০, যাদবপুর-৭০.৯৭, কলকাতা দক্ষিণ-৬৭.০৯, কলকাতা উত্তর- ৬১.১৮

** দুপুরে হরিশ মুখার্জি স্ট্রিটে ভোট দিলেন মুখ্যমন্ত্রী। ভোট দিলেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে। এদিন ভোট দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাহিনী যেভাবে ভোট করাচ্ছে তাতে ক্ষুব্ধ হন নেত্রী।

** তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে নিউটাউন থানার সামনে ধর্ণায় কাকলী ঘোষদস্তিদার

**ভোট দিলেন না বুদ্ধদেব ভট্টাচার্য। বুথে দেখা মিলল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং কন্যার

** নতুন করে উত্তেজনা মথুরাপুরে। দফায় দফায় বোমাবাজি।

** সকালের পর ফের আরও একবার অগ্নিগর্ভ ভাটপাড়া। উপনির্বাচন চলাকালীন এলাকায় মদন মিত্র ঢোকার পরই উত্তপ্ত হয়ে পড়ে ভাটপাড়া। দফায় দফায় বোমাবাজি চলতে থাকে। বাড়ি থেকে বেরিয়েও ভোটাররা এই মূহুর্তে ফিরে গিয়েছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিস বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মেনেছে র‌্যাফ।  ঘটনাস্থলে রয়েছে কুইক রেসপন্স টিম। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা এখনও জানা যায়নি।

** উত্তর কলকাতার শ্যামপুকুরে রাহুন সিনহাকে ঘিরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান বুথে। 

** ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুড়, বিজেপির লোকজনই গাড়ি ভেঙেছে, বিস্ফোরক দাবি বিজেপি কর্মীদেরই

** মদন মিত্রের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা। কাঁকিনাড়া হাইস্কুল বুথে উত্তেজনা। মদন মিত্রের ওপর হামলার অভিযোগ। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ। আহত হয়েছেন র্যাফ-এর এক অফিসারও। 

** রবীন্দ্রসরণিতে  একটি বুথের সামনে 'বোমাবাজি'। বাইকে করে এসে বোমাবাজির অভিযোগ। আহত হয়েছেন এক ভোটার। ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন। 

** শাসনে বিজেপির হয়ে ভোট করানোর অভিযোগ আধাসেনার বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত কুইক রেসপন্স টিমও। এলাকায় ধুন্ধুমার। 

** শেষ দফায় বিভিন্ন বুথ থেকে ইভিএম খারাপের অভিযোগ। বিশেষজ্ঞদের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন। 

** পানিহাটিতে তৃণমূলের বুথ ভাঙচুরের অভিযোগ। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে আসেন এসিপি ওয়ান অভিষেক গুপ্তা।

** যাদবপুরে ১০৯ নম্বর ওয়ার্ডে হেলেন কিলার স্কুলে বিজেপি প্রার্থী অনুপম হাজরার গাড়ি 'ভাঙচুর'। ছাপ্পাভোট ধরে ফেলতেই এই হামলা বলে অভিযোগ। 

** ভাঙড়ে বিক্ষোভের মুখে বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

** মিনাখাঁয় বিজেপিকে ভোট দিতে 'বাধা'। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ ভোটারদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী সায়ন্তন বসু। পরে পুলিস গিয়ে ভোটারদের বুথে নিয়ে যায়। 

** দেগঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বচসা। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের প্রভাবিত করছে। ভোটারদের বিজেপিতে ভোট দিতে কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করছে বলে অভিযোগ। তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দিয়েছে বলেও অভিযোগ। এক জনকে গুলি করি দেওয়ার হুমকির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় বাহিনীর পাল্টা দাবি, তাঁরা ভিড় সামলাচ্ছিলেন। 

** তিলজলায়  বি আর আম্বেদকর স্কুলের ২৪৪-২৫২ নম্বর বুথে উত্তেজনা। রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি।  ইটের ঘায়ে আহত হয়েছেন দুই বিজেপি কর্মী। এদিন ওই বুথে ছাপ্পার অভিযোগ পেয়ে পৌঁছান রাহুল সিনহা। বুথ থেকে বেরোনোর সময় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। ২ বিজেপি কর্মী আহত। আহত এক চিত্রসংবাদিকও 

** ''শান্তিপূর্ণভাবে ভোট হবে, এটাই কাম্য। কোথাও কোনও গণ্ডগোল হলে কমিশন দায়ী।'' ভোট দিয়ে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ''ডায়মন্ডহারবারে প্রচারে আমার নামে কুত্সা রটানো হয়েছে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। নাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করব।''

** অশোকনগরের ১০ নম্বর ওয়ার্ডে বামেদের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ। উন্নয়ন পরিষদ প্রাথমিত স্কুলের কাছে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বামেদের। 

** জয়নগরে ভোটারদের মধ্যে মুড়ি, বাতসা বিলির অভিযোগ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে। 

** দমদমের কৃষ্ণপুর শিক্ষা নিকেতনে বুথে সকাল থেকে ইভিএম খারাপ। প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। ক্যামেরার সামনে কেঁদেই ফেলেন ওই প্রিসাইডিং অফিসার। 

** কলকাতা দক্ষিণে মর্ডান হাইস্কুলে ভোট দিলেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত।

** তৃণমূল প্রার্থী মালা রায়কে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর।  মুদিয়ালির দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশনে ভোট দিতে এসেছিলেন তিনি।

** ঢোলায় সকালে গ্রামে বোমাবাজির অভিযোগ। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 

** সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনে ১৪টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৪টি অভিযোগ রয়েছে ভাঙড় থেকে। 

** ''ভাঙড়ে কোনও অশান্তি নেই। কোথাও কোনও বিরোধী এজেন্টদের হুমকির খবর নেই। মানুষ গণতন্ত্রের উত্সবে সামিল হচ্ছে।'' পাল্টা বললেন আরাবুল ইসলাম। 

** ভাঙড়ে বুথে উত্তেজনা। ভয়ে ভোট দিতে আসছিলেন না ভোটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস। ভোটারদের আস্থা বাড়াতে গ্রামে চলছে টহলদারি। আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীরা আগেরদিন হুমকি দিয়েছে বলে অভিযোগ। সেই ভয়েই ভোট দিতে বেরোচ্ছিলেন গ্রামবাসীরা। 

** বেলগাছিয়ার বুথে উত্তেজনা। সিপিএমের এজেন্ট বসতে 'বাধা'। গুরুদাসপল্লির ২২৩ নম্বর বুথের ঘটনা। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রার্থীর। 

** সকালে নিউটাউনে বিজেপি ক্যাম্প অফিসে আগুন। 

** সল্টলেকের  ১৬২ নম্বার বুথে ভোট দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

** সকাল সকাল ভোট দিলেন ভাটপাড়ার বুথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অর্জুন সিং। সঙ্গে ছিলেন ছেলে পবন সিংও। 

শেষ দফার রাজ্যের দক্ষিণবঙ্গে আজ ৯ আসনে নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। 

 

 

 চতুর্মুখী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল-বিজেপির। কলকাতা, দুই ২৪ পরগণায় আজ 'মহাযুদ্ধ'। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার আসনে আজ নির্বাচন। 
নিরাপত্তায় মোতায়েন থাকবে ৭১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 

ভোটের আগের সন্ধেয় রণক্ষেত্র ভাটপাড়ায়, দাউদাউ করে জ্বলল গাড়ি, গুলি-বোমাবাজি
 সপ্তম দফাতেও হিংসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই দফায় তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মমতার ভাইপো  অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওদিকে উত্তর কলকাতায় আবার প্রার্থী হয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। যাদবপুরে আবার সিপিএমের আশা বিকাশ ভট্টাচার্য। রাজনীতির কারবারিদের মতে, সম্ভবত যাদবপুরই এমন কেন্দ্র যেখানে তৃণমূল বনাম সিপিএম সরাসরি লড়াই হতে চলেছে।    

.