নিজস্ব প্রতিবেদন : "বাংলায় এনআরসি কোনওদিন হবে না।" কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী প্রচার সভা থেকে মোদীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে ফের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাথাভাঙার সভায় মমতা অভিযোগ করেন, "সবাইকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বিজেপি। দাঙ্গাবাজ বিজেপির সারা শরীরে মানুষ খুনের রক্ত লেগে আছে।" গত ৫ বছরে রাজবংশীদের কথা মোদী সরকার ভাবেনি। এখন ভোট আসতেই মোদীর মুখে রাজবংশীদের কথা শোনা যাচ্ছে বলে তোপ দাগেন তিনি। সভায় মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকারের আমলেই রাজবংংশী অ্যাকাডেমি তৈরি হয়েছে। যথাযোগ্য মর্যাদা পেয়েছে রাজবংশী ও কামতাপুরী ভাষা। পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে।


আরও পড়ুন, ভোটে তৃণমূলকে সমর্থন করলেও এনআরসি চায় রাজবংশীরা


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনও কংগ্রেস, বাম বা বিজেপি সরকার ছিটমহল সমস্যার সমাধান করতে পারেনি। তৃণমূল সরকারের উদ্যোগেই দশকব্যাপী পড়ে থাকা ছিটমহল সমস্যার সমাধান হয়েছে।  ছিটমহলের উন্নয়নে তাঁর সরকার ১১০০ কোটি টাকা ব্যয় করেছে বলেও দাবি করেন তিনি। বলেন, "ছিটমহলবাসী জমির অধিকার পেয়েছে। আন্তর্জাতিক চুক্তি হওয়ায় ভারতবাসী হওয়ার বৈধতা পেয়েছে ওরা। অনেক লড়াই, অনেক আন্দোলন করে স্বীকৃতি পেয়েছে।" কিন্তু, বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্যে ভোটের আগে তাঁরা আবার অশনিসংকেত দেখছেন বলে তোপ দাগেন।



আরও পড়ুন, 'স্পিড ব্রেকার' বনাম 'এক্সপায়ারি বাবু': মোদীকে ঝাঁঝালো জবাব মমতার


আলিপুরদুয়ারের সভায় অমিত শাহ বলেছিলেন, ক্ষমতায় এলে বাংলা এনআরসি হবে। তাঁর এই বক্তব্য 'ছিটমহলবাসীদের' মধ্যে আবার আতঙ্কের ছায়া ফেলেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রসঙ্গত, ছিটমহল হস্তান্তরের পর এমন অনেকেই আছেন, যাদের এখনও নাম ওঠেনি। তাঁদের কি চলে যেতে হবে? কারও কাছে তো কোনও কাগজপত্র নেই! এতদিনের আন্দোলনের তাহলে কী হবে? এই প্রশ্ন-ই এখন ঘুরপাক খাচ্ছে একদা 'ছিটমহলবাসীদের' মনে।