নিজস্ব প্রতিবেদন: তৃণমূলে ভাঙন ধরানোর হুঁশিয়ারি দিয়েছেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই নালিশ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। রাজনৈতিকভাবে মোদীকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ''আগে দিল্লি সামলান। বাংলার মানুষ বিজেপির মতো শক্তিকে আসতে দেবে না''। একইসঙ্গে মোদীকে 'দুষ্টুবাবু' বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।       
 
নরেন্দ্র মোদী শ্রীরামপুরের জনসভায় দাবি করেন, দিদির পায়ের তলার মাটি সরে গিয়েছে। তৃণমূলের ৪০ জন বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী ঘোড়া কেনাবেচার রাজনীতি করছেন বলে অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তৃণমূল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মঙ্গলবার ভদ্রেশ্বরের সভায় তৃণমূল নেত্রী বলেন,''মোদীবাবু এখানে সব আছে। এখানে হিন্দু-মুসলিম-শিখ-খৃষ্ট্রান সবাই মিলেমিশে রয়েছেন। এখানে সবাই আছে। আপনার মতো একটা দুষ্টুবাবু নেই। বাচ্চাদের আদর করে বলি দুষ্টুমিষ্টি। আপনার নেতারা দাঙ্গা করে। আগে দিল্লি সামলান। পরে বাংলায় এমএলএ পরে কিনতে আসবেন''। তৃণমূল নেত্রী আরও বলেন,''সবটা কিনে নিলেও বাংলার সরকার ভাঙছে না। বাংলায় বিজেপির মতো শক্তিকে মানুষ আসতে দেবে না। এরা দাঙ্গাকারী, সন্ত্রাসী শক্তি। এরা মানুষকে এক রাখতে পারে না। এরা মানুষকে ভালবাসতে পারে না''।   


পঞ্চম দফার আগে আরও দুটি সভা করতে আসছেন নরেন্দ্র মোদী। মমতার কটাক্ষের জবাব কী দেন, সেটাই দেখার। 


আরও পড়ুূন- ঘূর্ণিঝড় ফনির মোকাবিলায় আগাম অর্থ মঞ্জুর কেন্দ্রের, চিঠি নবান্নে, নজর সেনার