ঘূর্ণিঝড় ফনির মোকাবিলায় আগাম অর্থ মঞ্জুর কেন্দ্রের, চিঠি নবান্নে, নজর সেনার

Apr 30, 2019, 17:58 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফনি। রাজ্যকে সতর্ক বার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রয়োজনীয় প্রস্তুতি দিনে বলা হয়েছে চিঠিতে।   

2/7

শুধু তাই নয়, আগেভাগে আর্থিক সহায়তার অনুমোদনও দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অন্ধ্রপ্রদেশ, ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য মঞ্জুর করা হয়েছে ১০৮৬ কোটি টাকা।  

3/7

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো, উদ্ধারকাজ ও ত্রাণের জন্য ওই অর্থ আসছে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা তহবিলে। 

4/7

এর পাশাপাশি বঙ্গোপসাগরের উপরে নজরদারি করতে চলেছে নৌসেনার ইস্টার্ন কমান্ড। রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারকাজেও তৈরি তারা।   

5/7

উদ্ধারকার্য, খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তার জন্য বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে তৈরি রয়েছে দুটি জাহাজ। 

6/7

৫ মে কলকাতার উপরে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ফনি। ৫ মে ঘূর্ণিঝড়টির দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা। পারাদ্বীপ থেকে বাংলায় ঢুকছে ঘূর্ণিঝড় ফনি। তার প্রভাবে ৪ মে সন্ধেয় দীঘায় শুরু হবে ঝড়বৃষ্টি। 

7/7

বোরো ধান ৮০ শতাংশ পেকে গেলে তা কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি দফতর। জারি হয়েছে মত্স্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ।