নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। অথচ অশান্তির ঘটনা ঘটেছে বাংলার মাত্র তিনটি কেন্দ্রেই। বৃহস্পতিবার ভোট নিয়ে অভিযোগ করলেও মোটের উপরে সন্তোষজনক হয়েছে বলে জানালেন মুকুল রায়। দলের রাজ্য দফতরে বিজেপি নেতা বলেন,''রাজ্য পুলিসকে দলের ক্যাডারে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়''। একইসঙ্গে মুকুলের দাবি, ৫-০ করে ফেলেছি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুকুল রায়ের কথায়,''চোপড়ার বিভিন্ন প্রান্তে রাজ্যের বাহিনী থাকায় মানুষ ভোট দিতে অস্বীকার করেছে। মানুষের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে। অন্য রাজ্যে খুন হয় না। মমতা দিদি জানেন ভোট যদি ইভিএমে পৌঁছতে পারে তাহলে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। প্রকাশ্যে রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে মারধরের হুঁশিয়ারি দিচ্ছেন। ভারতের গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দিচ্ছেন মমতা''।     



এদিন নির্বাচন কমিশনে গিয়ে পুরুলিয়া বিজেপি কর্মী খুনের ঘটনায় তদন্ত দাবি করেন মুকুল রায়। অভিযোগ করেন, এখানে জঙ্গলের রাজত্ব চলছে। বাকি দফার ভোটগুলিতে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দাবি করেন বিজেপি নেতা। একইসঙ্গে আত্মবিশ্বাসের সুরে মুকুল বলেন, প্রথম দুফায় পাঁচটি কেন্দ্রে ভোট হয়েছে। বিজেপি ৫-০ করে ফেলেছে রাজ্যে। 


আরও পড়ুন- ভিসার মেয়াদ উত্তীর্ণের পরও ভারতে! গাজি নুরকে দেশ ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের