নিজস্ব প্রতিবেদন: কেরলে বামেদের টেক্কা দিতে ওয়াইনাডে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গে সিপিএমের জেতা আসনে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসছেন রাহুল গান্ধী। আগামী ১০ এপ্রিল রায়গঞ্জে সভা করবেন কংগ্রেস সভাপতি। ওই দিনেই আবার চোপড়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ৯ এপ্রিল রায়গঞ্জে সভা তৃণমূল নেত্রীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রায়গঞ্জ আসনটি নিয়ে রাজ্যে বাম-কংগ্রেসের জোটের মতানৈক্যের সূত্রপাত। ওই আসনে প্রার্থী দিতে চেয়েছিলেন কংগ্রেস। কিন্তু তাতে রাজি হয়নি সিপিএম। গতবারের জেতা প্রার্থী মহম্মদ সেলিমকে ওই কেন্দ্রে ফের টিকিট দিয়েছে আলিমুদ্দিন। তখনই জোট ভেস্তে যেতে বসেছিল। কিন্তু, সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর মধ্যস্থতায় সে যাত্রায় রক্ষা পেলেও পরে আর জোট দানা বাঁধেনি। রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন দীপা দাশমুন্সি। তাঁর হয়েই প্রচারে আসছেন রাহুল। 


এর আগে উত্তরবঙ্গে মালদহ আসনে প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী। সভামঞ্চ থেকে সিপিএম-কংগ্রেস ও তৃণমূলকে নিশানা করেন কংগ্রেস সভাপতি। রায়গঞ্জেও নিশ্চিতভাবে সিপিএমকে ছেড়ে কথা বলবেন না রাহুল। বলে রাখি, ওয়াইনাডে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের পর কংগ্রেস সভাপতি বলেছিলেন, বামেদের বিরুদ্ধে একটাও কথা বলবেন না। 



রায়গঞ্জে কংগ্রেস সভাপতির প্রচারে আসার নেপথ্যে রাজনৈতিক বার্তা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যে ঘন ঘন প্রচারে আসছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। ৭ এপ্রিল কোচবিহারে সভা করার কথা নরেন্দ্র মোদীর। 


আরও পড়ুন- কোচবিহারেই সভা নরেন্দ্র মোদীর, সভাস্থল খালি করা শুরু করল তৃণমূল