নিজস্ব প্রতিবেদন : মুর্শিদাবাদের ডোমকল, হরিহরপাড়ার পর এবার দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কুশমন্ডির চাঁদপুর। উত্তেজনার খবর পেয়েই সেক্টর অফিসার, আইসি যান ঘটনাস্থলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, ভোটাররা ভোট দিতে যাওয়ার সময় লাইনে হামলা চালানো হয়। লাইন থেকে টেনে বের করে আনা হয় ভোটারদের। ভোটারদের বের করে এনে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।


আরও পড়ুন, ডোমকলে বোমাবাজির পর হরিহরপাড়ায় গুলি চলার অভিযোগ!


পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে শাসকদল। বিজেপি কর্মীরা দা দিয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। অভিযোগ- পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। কমিশন জানিয়েছে, কুশমন্ডিতে বিজেপি আক্রান্ত হয়েছিল। আপাতত পরিস্থিতি শান্ত। ভোট চলছে।


আরও পড়ুন, ছাপ্পা ভোটে সাহায্যের অভিযোগ, রতুয়ায় সরানো হল প্রিসাইডিং অফিসারকে


এর পাশাপাশি, কুশমন্ডির ভেলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের ভোটদানের উপর নজরদারির অভিযোগ উঠেছে। অভিযোগ, ইভিএম মেশিনের ঠিক পিছনেই রয়েছে একটি জানলা। আর সেই রয়েছে বড় ফাঁক। যাতে চোখ রাখলেই দেখা যাচ্ছে কে কাকে ভোট দিচ্ছেন।