ডোমকলে বোমাবাজির পর হরিহরপাড়ায় গুলি চলার অভিযোগ!

যদিও গুলি চলার ঘটনা এখনও স্বীকার করেনি পুলিস।

Updated By: Apr 23, 2019, 09:57 AM IST
ডোমকলে বোমাবাজির পর হরিহরপাড়ায় গুলি চলার অভিযোগ!

নিজস্ব প্রতিবেদন : ফের অশান্তির অভিযোগ মুর্শিদাবাদে। বোমাবাজির পর এবার গুলি চলার অভিযোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গুলি চলার অভিযোগ।

অভিযোগ, এজেন্টদের ভয় দেখাতে শূন্যে গুলি ছোঁড়া হয়। গুলি চলার ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। যদিও গুলি চলার ঘটনা এখনও স্বীকার করেনি পুলিস।

আরও পড়ুন, কৃষ্ণনগরে অমিত শাহের সভার কিছুক্ষণ পরেই জনসভায় মোদীকে 'দেশদ্রোহী' বললেন সূর্যকান্ত মিশ্র

প্রসঙ্গত, এদিকে সকালে ভোট শুরু হতেই অশান্তি ছড়ায় ডোমকলে। তৃণমূল কাউন্সিলরের স্বামীকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন তুজাম্মেল আনসারি নামে ওই ব্যক্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে তাঁকে।

আরও পড়ুন, ১০০ শতাংশ বুথে আধাসেনা দিয়ে ভোটগ্রহণ হবে আসানসোলে, জানালেন কমিশনের পর্যবেক্ষক

পাশাপাশি, তৃণমূল কাউন্সিলরকেও মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, তাঁদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীদেরও বাঁশ, লাঠি নিয়ে মারধর করা হয়। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। বোমাবাজির ঘটনায় সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিরোধীরা। ইতিমধ্যেই ডোমকলের ঘটনায় জেলাপ্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

.