নিজস্ব প্রতিবেদন: একশো শতাংশ তৃণমূলের ভোট করাতে হবে। অন্য দলকে একটাও ভোট দেওয়া যাবে না। দরকারে ছাপ্পা দিতে হবে। কোচবিহারের চ্যাংড়াবান্ধায় দলীয় কর্মীদের এমনই নির্দেশ দিতে শোনা গিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি। আর সেই নিদানের অডিওক্লিপ ফাঁস হল হাটেবাজারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোচবিহারের তৃণমূল নেতা খোকন মিঞা চ্যাংড়াবান্ধায় দলীয় কর্মীদের সভায় বলছেন, ''একাশো শতাংশ করতে হবে। অন্য কোনও দলকে একটাও ভোট দেওয়া যাবে না। যদি কেউ মনে করে, কয়টা ভোট বিজেপিকে দেব, আর কিছু ভোট তৃণমূলকে দেব। এটা হলে চিহ্নিত করা হবে, বাস্তব বলছি, ভোটের পর সেই সমস্ত লোকগুলিকে চিহ্নিত করা হবে। এটা একদম দলীয় নির্দেশ''।


সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ তুলে খোকন মিঞ্চা বলেন,''আমাদের বুথে আধা সামরিক বাহিনী আসবে না। নরেন্দ্র মোদী যা করছে করছে। মাত্র একশোটার মধ্যে ৪০টা বুথে আধা সামরিক বাহিনী থাকবে। আজ থেকে দূরবর্তী বুথে সেনা ও প্রিসাইডিং অফিসার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার হোঁদলপুরে কোনও আধা সামরিক বাহিনী থাকবে না''।


রাজ্য প্রশাসন যে তাঁর হাতের মুঠোয় তাও ফলাও করে বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতাকে। তাঁর দাবি, পুলিস থেকে বিডিও সব আমার নিয়ন্ত্রণে। সব আমার কর্মচারী। তাঁরা অফিসার হতে পারে কিন্তু আমার কর্মচারী। আমরা দুজন বস। আজ সারারাত বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। কোথাও কোথাও কী করতে হবে, কী কী বুথে কী করতে হবে তা চিহ্নিত করতে হবে। এই ভোটটা কঠিন। ভোট একদম বাস্তব কথা, প্রিসাইডিং অফিসারের সঙ্গে সেটিং করবেন। এমনকি ছাপ্পা ভোট দেওয়ার নিদানও দিয়েছেন খোকন মিঞা।



অডিওক্লিপটি জমা দিয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। অডিওক্লিপটির সত্যতা খতিয়ে দেখেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল।