ইটভাটায় তোলোবাজি, নগদ ৩০ হাজার টাকা লুঠ
ইট ভাটার মালিক তাপস মালিক ও আব্দুল কালাম লস্কর তা দিতে অস্বীকার করলে শনিবার প্রায় ২০-২৫ জন দুষ্কৃতী তাদের ইট ভাটায় হামলা চালায় বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: তোলা না দেওয়ায় ইটভাটার মালিককে মারধর তোলাবাজদের। বাসন্তী মুড়োখালি গ্রামের ঘটনা।
আরও পড়ুন: জেলাশাসকের দফতরে মাটিতে বসে সরকারি কর্মী, প্রশ্ন করতেই যা জানালেন...সরকারি দফতরে এমনও হয়!
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তীর মুড়োখালি গ্রামে বেশ কিছু দিন ধরে তোলাবাজদের দাপট বেড়ে গিয়েছে। ইদানীং স্থানীয় একটি ইট ভাটার মালিককে তোলা চেয়ে বারবার হুমকি দিচ্ছিল তারা।
আরও পড়ুন: কর্নাটকে স্বামীকে সাপে কামড়েছিল, ক্যানিংয়ে ঘরে বসে এই কাজ করেই স্বামীকে বাঁচালেন স্ত্রী
ইট ভাটার মালিক তাপস মালিক ও আব্দুল কালাম লস্কর তা দিতে অস্বীকার করলে শনিবার প্রায় ২০-২৫ জন দুষ্কৃতী তাদের ইট ভাটায় হামলা চালায় বলে অভিযোগ। এদিন ফের তারা মোটা অঙ্কের টাকা তোলা চায়। তা দিতে অস্বীকার করায় ইট ভাটার মালিকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীরা তাদের বন্দুকের বাট, লোহার রড ও কাঠের বাটাম দিয়ে মারধর করে।
আরও পড়ুন: শিক্ষিকার বাড়ি জানলা দিয়ে উঁকি দিতেই প্রতিবেশী ভাড়াটে যুবককে যে অবস্থায় দেখলেন...
মাথা ফেটে যায় তাপস মালিকের। অভিযোগ, তাঁর থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাপসকে। । পুলিশ বিষয়টি তদন্ত করছে ।