নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনের মত এদিনও সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন কাজে যাওয়ার জন্য। কিন্তু সেই কাজে যাওয়ার পথেই পিষে দিল লরি। ঘটনাস্থলেই মৃত্যু হল শ্যামল দাস নামে ওই ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলীর শেওড়াফুলিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, কেষ্টর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল


জানা গিয়েছে, মৃত শ্যামল দাস একজন ডেকরেটর শিল্পী। শেওড়াফুলির খরপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। প্রতিদিনের মত এদিনও সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরন শ্যামল দাস। সাইকেলে করেই রোজ কাজে যেতেন তিনি। এদিনও সাইকেলে করেই শ্রীরামপুরে কাজে যাচ্ছিলেন শ্যামল দাস।


আরও পড়ুন, পরকীয়ার টানাপোড়েন! একই দড়িতে আত্মঘাতী 'বিবাহিত' যুগল


সেইসময় শেওড়াফুলি ঘোষ মার্কেটের কাছে জিটি রোডের উপর তাঁকে পিষে দেয় একটি দ্রুতগতির লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল দাসের। দুর্ঘটনার পরই জিটি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বেপরোয়া যান চলাচলের জন্যই এই ঘটনা ঘটেছে।


আরও পড়ুন, দু-তিনবার পাল্টি খেয়ে যাত্রীবোঝাই বাস পড়ল নয়ানজুলিতে!


দুর্ঘটনা, অবরোধের খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় শেওড়াফুলি ফাঁড়ির পুলিস। পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। দুর্ঘটনার জেরে শেওড়াফুলি-তারকেশ্বর ৪ নম্বর রেল গেটও অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।