কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মধ্যাহ্নভোজ BJP প্রার্থীর, ছবি নিয়ে কমিশনে TMC
ভোটের আগের দিন যা নিয়ে নদিয়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে পাত পেড়ে বসে লাঞ্চ করছেন বিজেপি প্রার্থী! ভোট মরসুমে এমনই একটি ছবি ঘিরে বিতর্ক চরমে উঠেছে, যার কেন্দ্রে রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস। ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল হয়েছে বিতর্কিত এই মধ্যাহ্ন ভোজের ছবি। ভোটের আগের দিন যা নিয়ে নদিয়ায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
আরও পড়ুন: West Bengal Election 2021: Covid এড়াতে একসঙ্গে শেষ তিন দফা? নির্বাচন কমিশনে বল ঠেললেন Shah
যদিও বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের দাবি, কয়েকদিন আগে ধানতলার রাবণপোতা গ্রামে দলের এক কর্মীর বাড়িতে খেতে যান তিনি। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কেউ ছিল না। তাঁর সঙ্গে জলপাই রঙের পোশাকে যাঁরা ছিলেন, তাঁরা অসীম বিশ্বাসেরই নিরাপত্তারক্ষী।
অসীম বিশ্বাস জানিয়েছেন ওই রক্ষীরা নিজেদের খাকি পোশাক ধুয়ে দেওয়ায় ওইসময় জলপাই রঙের পোশাক পরেছিলেন, যুক্তি বিজেপি প্রার্থীর। তাঁর অভিযোগ, তৃণমূল কংগ্রেস এনিয়ে মিথ্যে রাজনীতি করছে। এই প্রসঙ্গে রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থীর দাবি, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে ভোট করাতে চাইছে বিজেপি। এ ঘটনা তারই প্রমাণ বলে অভিযোগ তৃণমূলের।