বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, গণপিটুনির শিকার সবজি বিক্রেতা
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
নিজস্ব প্রতিবেদন: এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর তার জেরে সবজি বিক্রেতাকে গণধোলাইয়ের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের কাদিরপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, রাজু নবাদ নামে ওই সবজি বিক্রেতার সঙ্গে প্রতিবেশী এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গ্রামবাসীরা তা জানতে পেরে গিয়েছিলেন। এই নিয়ে দুই পরিবারেই সমস্যা চলছিল। একাধিকবার চেষ্টা করলেও এই সম্পর্কে ছেদ টানতে পারেনি কোনও পরিবারই।
বৃহস্পতিবার ফের তাঁদের হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। এরপর রাজুর ওপর চড়াও হন তাঁরা। চলে উত্তম মধ্যম। বাঁশ, লাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয়। রাস্তায় ফেলে চলে কিল, চড়, ঘুষিও।
সিবিআই কি আদৌ তাঁকে নোটিস দিয়ে সমন পাঠাতে পারে? আজ রাজীব কুমার মামলার রায় শোনাবে হাইকোর্ট
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ততক্ষণে রাজুর নাক, মুখ ফেঁটে রক্ত বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় পুলিস।
গণপিটুনি রুখতে বিল এনেছে সরকার। কিন্তু তবুও রোখা যাচ্ছে না এই প্রবণতা। আসানসোলে গত বুধবারই গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিস এই ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে।