নিজস্ব প্রতিবেদন : গতকাল বাড়িতে অমিত শাহ। আজই তৃণমূলে যোগদান। বিজেপি সভাপতির পুরুলিয়া সফরে নকশালবাড়ির পুনরাবৃত্তি। অন্যদিকে, জেল থেকে বেরনোর পর দলের মঞ্চে প্রথম সাংবাদিক সম্মেলন। এদিন দুই রাজোয়ার পরিবারের হাতেই তৃণমূলের পতাকা তুলে দিলেন মদন মিত্র। আরও ফোর ফ্রন্টে চলে এলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জুন মাসের গোড়ায় ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। পেট্রোপণ্যের দাম বাড়ায় দক্ষিণ কলকাতায় মিছিল। দু-জায়গাতেই ছিলেন মদন মিত্র। এবার চলে এলেন আরও ফোরফ্রন্টে। জেল থেকে বেরনোর পর এই প্রথম তৃণমূলের মঞ্চে সাংবাদিক  বৈঠক করলেন তিনি। শিশু, সঞ্জয়, ফুচন, অষ্টমী রাজোয়ারদের হাতে তুলে দিলেন তৃণমূলের পতাকা।


আরও পড়ুন, 'দলীয় কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে তৃণমূল', রাজ্যের আতিথেয়তা ফেরালেন বাবুল


বৃহস্পতিবার, পুরুলিয়া শহরের কাছে লাগদা গ্রামে একাধিক বাড়িতে জনসম্পর্ক যাত্রায় যান বিজেপি সভাপতি। তাদের মধ্যেই দুটি পরিবারের চারজন শুক্রবার কালীঘাটে এসে যোগ দিলেন তৃণমূলে। তাঁদের দাবি, তাঁরা তৃণমূল সমর্থক। বিজেপির চাপ বাড়াতেই এবার সরাসরি ঘাসফুলে যোগদান করলেন তাঁরা।


আরও পড়ুন, অমিত ফিরতেই তৃণমূলে পুরুলিয়ার ২ পরিবার


উল্লেখ্য, গতবছর মে মাসে নকশালবাড়িতে মাহালি দম্পতির বাড়িতে দুপুরের খাওয়া সারেন অমিত শাহ। এরপরই দম্পতি যোগ দেন তৃণমূলে। পুরুলিয়ার দুই রাজোয়ার পরিবারকেও কার্যত একইভাবে শহরে নিয়ে এসে দলে যোগদান করাল ঘাসফুল শিবির। আর অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে প্রত্যাবর্তনের মঞ্চে মদন মিত্রর মুখে দেখা গেল স্বস্তির হাসি।