নিজস্ব প্রতিবেদন: 'যা হচ্ছে ভুল হচ্ছে। দলের স্বার্থেই দ্রুত পদক্ষেপ করতে হবে। মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন মদন মিত্র। সম্প্রতি মদন মিত্র তাঁর ফেসবুক পোস্টে লেখেন 'প্যাক-আপের সময়'। আর এরপরই রাজ্য রাজনীতিতে চাপানউতোর শুরু হয় পোস্ট ঘিরে। তবে এবার তা নিয়ে মুখ খুললেন মদন মিত্র। পোস্ট নিয়ে বিতর্কিত প্রসঙ্গও ওড়ালেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, 'পিকে-কে নিয়ে যাঁরা আজ কথা বলছেন, তাঁরা ১ বছর আগে কথা বলেননি কেন'। শুভেন্দু প্রসঙ্গে মদন মিত্রের মন্তব্য শুভেন্দু যেটা করেছে ঠিক করেননি। তিনি আরও বলেন, "ওকে মদনের বন্ধুত্বপূর্ণ চ্যালেঞ্জ কামারহাটিতে এসে লড়ুন।" পাশাপাশি শুভেন্দুকে মদনের প্রশ্ন যে, 'গত ৯ মাসে পরিবহণ দফতরের এমন হাল কেন?' এখানেই শেষ নয়, শুভেন্দুকে নিয়ে মদনের মন্তব্য, 'তিনি অগ্নিপরীক্ষা দিতে রাজি নয়।'


আরও পড়ুন:  আগামী দিনে পাহাড়ে আগুন জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে: রাজ্যপাল


পাশাপাশি ওই পোস্ট যে নেহাতই অন্য প্রসঙ্গে তাও এ দিন স্পষ্ট করেছেন মদন মিত্র। প্যাক-আপ বলতে তিনি দল নির্বিশেষে দ্বন্দ্বের প্যাক-আপকেই বোঝাতে চেয়েছেন বলে জানিয়েছেন। এই কঠিক পরিস্থিতি সবাইকে একত্রে হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বলেই মনে করছেন মদন মিত্র।