বরুণ সেনগুপ্ত: এসএসকেএম হাসপাতালের রোগী ভর্তি করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার সাগর দত্ত মেডিক্যালে গিয়ে দাদালচক্র নিয়ে তুলকালাম করলেন মদন মিত্র। অধ্যক্ষের ঘরে গিয়ে দেখেন তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। এরপর ফোনেই অধ্যক্ষকে হুঁশিয়ারি দেন মদন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- স্বামীর পেনশন দ্বিতীয় স্ত্রীকে; সন্তান অসুস্থ জেনেও বদলিতে না , ২ ডিআইকে অপসারণের নির্দেশ হাইকোর্টের


মদন মিত্র-সহ কামারহাটি পুরসভার চেয়ারম্যানস, ভাইস চেয়ারম্যান-সহ যেসব কাউন্সিলর রয়েছেন তারা সবাই যান সাগর দত্ত হাসপাতালে। বিকেল চারটের সমান্য পরে তাঁরা হাসপাতালে হাজির হন। গিয়ে দেখেন অধ্যক্ষ হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন। তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন মদন।  


ফোনে প্রিন্সিপ্যালকে মদন মিত্র বলেন, হাসপাতালে ডেপুটেশন চলছে। আর আপনি বিকেল চারটের মধ্যে হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন কেন? শুনে নিন ডাক্তার প্রধান, আমার নাম মদন মিত্র। যদি মনে করেন এখানে দালালরাজ প্রতিষ্ঠা হবে তাহলে সাগর দত্ত অন্য চেহারা নিয়ে নেবে। এরকম দালালরাজ চলছে, এখনও এফআইআর করেননি কেন? দালালরা ধরা পড়ে বেরিয়ে যাবে তারপর এফআইআর করবেন? মদন মিত্র আসছে জেনেও বেরিয়ে গেলেন কী করে? একটা কলেজের প্রিন্সিপ্যাল, তিন লাখ টাকা মাইনে পান। সকালবেলা আধঘণ্টা আসবেন আর চলে যাবেন? আপনি ডাইরি করেননি। তাহলে কি আপনি মনে করছেন আপনার এলাকায় দালাল নেই? তাহলে এবার সব দালালরা ঢুকে যাক। এখানে কারা কী করছেন জানি না। এখানে গুন্ডামি করা যাবে না। এটা কামারহাটি। ওসব পিজি, এনআরএসে হয়।  ওখানে ওরা হাতে চুড়ি পরে বসে থাকে। কাদের মদতে এখানে দালালচক্র চলছে?


প্রিন্সিপ্যালকে ওসব কথা বলেই খান্ত হননি মদন মিত্র। তিনি বলেন, কামারহাটি যদি মনে করে ঘেঁটি ধরে নাড়িয়ে দেবে তাহলে ২ দিনে ঘেঁটি ধরে নাড়িয়ে দেবে। তিনি মনে করিয়ে দেন আগামিকাল ফের আসবেন। তিনি যেন হাসপাতালে থাকেন।


কয়েকমাস আগেই এসএসকেএম হাসপাতালে এক রোগী ভর্তি করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন মদন মিত্র। হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে পথ দুর্ঘটনায় আহত ওই যুবককে ফেলে রাখার অভিযোগ তোলেন মদন। ওই ঘটনা নিয়ে থানায় অভিযোগ পর্যন্ত দায়ের হয়।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)