নিজস্ব প্রতিবেদন:  ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলে ফার্স্ট বয়কে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়কে কার্যত ক্লিনচিট দিল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, হরিদয়ালের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তবে আরও উচ্চতর তদন্ত হতে পারে বলেও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্বামীর বন্ধু প্রায়শই বাড়িতে আসত, চা দেওয়ার ফাঁকেই 'দেওর' করেছিল সেই ইশারা


নির্ধারিত সময়ের আগে মাধ্যমিকের প্রশ্নপত্র খুলে, শিক্ষকদের দিয়ে উত্তর লিখিয়ে, তা ফার্স্টবয়ের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে। এরপরই পর্ষদের দফতরে ডেকে পাঠানো হয় আটজনকে। তার মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক ছাড়াও ছিলেন সেন্টার সেক্রেটারি, পরীক্ষাকেন্দ্রের অফিসার ইন চার্জ, অ্যাডিশনাল ভেনু সুপারভাইজার, জেলা বিদ্যালয় পরিদর্শক এবং পরিচালন সমিতির প্রতিনিধি।


সূত্রের দাবি, প্রায় প্রত্যেকের বক্তব্যেই কার্যত এটা উঠে এসেছে, নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্র খুলেছেন প্রধান শিক্ষক। তবে তার উদ্দেশ্য কী, সেটা নিয়েই চলে বিশ্লেষণ। সব বিষয় খতিয়ে দেখেই অভিযুক্ত প্রধান শিক্ষক হরিদয়াল রায়কে ক্লিনচিট দিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এরপরও উচ্চতর তদন্ত হতে পারে বলেও আগাম আভাস দিয়ে রেখেছ পর্ষদ।