প্রদ্য়ুৎ দাস: মাধ্যমিকের ফল খারাপ, তাই বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী এক মাধ্যমিক ছাত্রী। বাড়ির রান্নাঘরেই ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে চরমপথে হাঁটল এক মাধ্যমিক ছাত্রী। বাবা কবিরাজ প্রধান, মেয়ে প্রতিমা প্রধান (১৬)। প্রতিমা জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় বাজার এলাকায় বাড়ি। জলপাইগুড়ি  মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আজ সন্ধে ৬.৪৫ নাগাদ তার দেহ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শোকের ছায়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Akshaya Tritiya in 2024: এ বছর কবে অক্ষয় তৃতীয়া? কখন শুভ মুহূর্ত? জানুন, অতি পবিত্র এ তিথির আশ্চর্য মাহাত্ম্য...


জীবনের প্রথম বড় পরীক্ষা। যা নিয়ে শুধু পরীক্ষার্থী নন, তার পুরো পরিবারও খুব উদ্বিগ্ন থাকে। অবশেষে সেই পরীক্ষার ফল প্রকাশিত হল। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সরগরম গোটা রাজ্য। পাশাপাশি বেশ কয়েকটি জায়গা থেকেই এল এই ধরনের অপ্রীতিকর খবর। 


একই রকম ঘটনায় মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ময়নাগুড়িতে। পরিবারসূত্রে জানা গিয়েছে, রেশমি রায় নামে ওই ছাত্রী জলপাইগুড়ির ময়নাগুড়ি চারের বাড়ি স্কুলে পড়াশোনা করত। তার বাড়ি টেকাটুলি এলাকায়। ছাত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল। এরপর ছাত্রী বাড়ি ফিরে এসে খাওয়া-দাওয়া করে। কিছুক্ষণ পরে রেশমি বমি করা শুরু করে। এরপর তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রেফার করা হয়। মেডিক্যাল কলেজে নিয়ে এলে ছাত্রীটির মৃত্যু ঘটে। ময়নাতদন্ত হবে। ছাত্রীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। স্কুলসূত্রে জানা গিয়েছে, ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।


কাটোয়াতেও একই রকম ঘটনা। মাধ্যমিক পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়া। কাটোয়া পাঁচঘড়ার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। জানা গিয়েছে, কাটোয়ার পাঁচঘরার বাসিন্দা পুস্পেন ঘোষ ও মনীষা ঘোষের কন্যা পৌলোমী ঘোষ এই বছর কাটোয়া দুর্গাদাসী চৌধুরীরানী বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।


আরও পড়ুন: kim jong-un: কিমের 'প্লেজার স্কোয়াডে' অক্ষতযোনি সুন্দরীদের বন্যা! উত্তর কোরিয়ায় মুঘল হারেম?


জলপাইগুড়ি জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয় থেকে সকাল দশটায় ক্যাম্পের মধ্য দিয়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের হাতে মার্কশিট তলে দেওয়া হল। গতবছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল তেমন ভালো হয়নি।


আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 


iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১


কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)