আজ থেকে শুরু হল মাধ্যমিক, নিরাপত্তা খতিয়ে দেখতে পরীক্ষা কেন্দ্রে নগরপাল
পরীক্ষা শুরুর আগে হলের সামনে উপস্থিত খোদ নগরপাল অনুজ শর্মা। তাঁর হাত থেকে মিলল গোলাপ।
নিজস্ব প্রতিবেদন: আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা এটিই। আজ পরীক্ষার প্রথম দিয়ে যাবতীয় প্রস্তুতি নিয়ে হাজির সকলেই। উত্তেজনা, উৎকণ্ঠা, ভয় তো ছিলই। তবে এসবের মাঝেও হাসি চওড়া হল পড়ুয়াদের। পরীক্ষা শুরুর আগে হলের সামনে উপস্থিত খোদ নগরপাল অনুজ শর্মা। তাঁর হাত থেকে মিলল গোলাপ। মঙ্গলবার, পরীক্ষা শুরুর ১ ঘন্টা আগে সকাল ১১ টায় এলগিন রোডের কাছে ইউনাইটেড মিশনারি স্কুলে সার্বিক নিরাপত্তা, ট্রাফিকের হাল হকিকত ও শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে সেখানে উপস্থিত হন অনুজ শর্মা।
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সোমবারই জানান, গত বারের তুলনায় এ বার পরীক্ষার্থী কমেছে ৩৩ হাজারের কিছু বেশি। পরীক্ষার্থী হ্রাসের প্রবণতা দেখা গিয়েছিল ২০১৭ থেকেই। তবে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা এবাপ বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। ছেলে ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন। । ছাত্রীর সংখ্যা ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন। প্রশ্নফাঁস রুখতে পরীক্ষা চলাকীলান ৪৩ ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে।