নিজস্ব প্রতিবেদন: করোনাকালে মাধ্যমিক নিয়ে টালাবাহানা কম হয়নি। এবার আর হলে বসে পরীক্ষা দিতে পারবে না পড়ুয়ারা। মধ্যশিক্ষা পর্ষদ যখন বিকল্প মূল্যায়ণ পদ্ধতিতে চূড়ান্ত করে ফেলেছে, তখন স্রেফ নাম নথিভুক্ত না হওয়ায় বছর নষ্ট হতে চলেছে ২৯ জন পড়ুয়ার! গাফিলতির অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘির মাদারগাছি উচ্চ বিদ্যালয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, করণদিঘির  মাদারগাছি উচ্চ বিদ্যালয়ে এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৭৮। নভেম্বরে ফর্ম ফিলাপ করেছে ১৪৯। বাদ পড়ে গিয়েছে  দ্বিতীয়, তৃতীয় ও চতু্র্থ স্থানাধিকারী, এমনকি খোদ স্কুল পরিচালন সমিতির সদস্যের সন্তান-সহ ২৯ জন। কেন? অভিভাবকদের দাবি, স্কুল তরফে তাঁদের ফর্ম-ফিলাপের বিষয়টি নাকি জানানোই হয়নি। ফলে যা হওয়ার, তাই হয়েছে। এদিন বছর নষ্ট হওয়ার আশঙ্কায় স্কুল গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। 



আরও পড়ুন: জেরায় নিরুত্তাপ হান! ধৃত চিনা নাগরিককে হেফাজতে নিতে পারে উত্তরপ্রদেশ এটিএস


কীভাবে এমন ঘটনা ঘটল? মাদারগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার ঘোষের দাবি, প্রতিবছর যে রকম হারে পড়ুয়ারা ফর্ম ফিলাপ করেন, এবারও ততজনই ফর্ম ফিলাপ করেছে। ফলে বিষয়টি স্বাভাবিক বলেই মনে হয়েছে তাঁদের। তবে, চাপের মুখে শেষপর্যন্ত অবশ্য ওই ২৯ জনের মধ্যে ১০ জনকে নতুন করে ফর্ম-ফিলাপ করিয়ে পর্ষদ অফিসে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানশিক্ষক। কিন্তু বাকিদের কী হবে? সে প্রশ্নের সদুত্তর মেলেনি এখনও।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)