নিজস্ব প্রতিবেদন:   ভাটপাড়ায় শূন্যে গুলি চালিয়েছে পুলিস। অন্তত পুলিস প্রশাসনের তরফে এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিসের গুলিতেই মৃত্যু হয়েছে ২ জনের।  ধন্দ মেটাতে এবার ভাটপাড়াকাণ্ডের ম্যাজিস্ট্রেট তদন্ত হবে। পুলিসের গুলিতেই কি মৃত্যু হয়েছে? না গুলি চালিয়েছে অন্য কেউ? তা জানতে এবার ম্যাজিস্ট্রেট তদন্ত হবে। ভাটপাড়া-জগদ্দলের প্রবেশপথে চলছে নাকাচেকিং। শ্যামনগরে ফেরি সার্ভিসেও চলছে কড়া নজরদারি। এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। রাতভর চলেছে এলাকায় পুলিসি ধরপাকড়। এখনও পর্যন্ত এলাকা থেকে গ্রেফতার ১৪ জন। উদ্ধার প্রচুর বোমা ও অস্ত্র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ভাটপাড়া-সহ আশেপাশের এলাকায় জারি ১৪৪ ধারা। তারই মধ্যে সাতসকালেই কাঁকিনাড়ায় বোমাবাজি। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে পুলিস। DC DD-কে ঘিরেও চলে বিক্ষোভ। পুলিসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন স্থানীয়রা। ঘোষপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। এদিকে, বারাকপুর পুলিস কমিশনারেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এরপর হবে দেহ নিয়ে মিছিল।