ওয়েব ডেস্ক: মহানন্দা অ্যাকশন প্ল্যান। ইনঅ্যাকশনের শিকার হয়ে এখন ঠাণ্ডা ঘরে। কাজ শুরু হয়, বাম আমলে। প্রায় পনের বছর হতে চলল তা বন্ধ। অভিযোগ, শাসক-বিরোধী তরজায় জলে, প্রকল্পের কোটি কোটি টাকা। 


একটু বৃষ্টিতেই হাঁটু জল। বৃষ্টি হওয়া মানেই শিলিগুড়ির এই অবস্থা। আর বর্ষায়! ... ভয়ঙ্কর জল-যন্ত্রণা। শিলিগুড়িবাসীর দুর্দশা ঘোচাতে ২০০৪ সালে মহানন্দা অ্যাকশন প্ল্যান ঘোষণা করেন তত্‍কালীন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য। প্রকল্পে সঙ্গে নেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা SJDA এবং পুরনিগমকে। প্রকল্পের প্রথম পর্যায়ের জন্য কেন্দ্রের আর্থিক কমিটি ৩৮ কোটি টাকা মঞ্জুর করে। ২০০৫-০৬ আর্থিক বর্ষে কাজ শুরু করে SJDA, খরচও হয় ৪০ কোটি টাকা। প্রকল্প পরিকল্পনাহীন, প্রথম পর্যায়ের পরই এই অভিযোগে রিপোর্ট জমা পড়ে ন্যাশনাল গঙ্গা রিভার অথরিটির কাছে। দ্বিতীয় পর্যায়ের ১ হাজার কোটি টাকার অনুমোদন আর মেলেনি। বামেদের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান শাসক দল মহানন্দা অ্যাকশন প্ল্যানকে গুরুত্বই দিচ্ছে না। একটা সময়, আশায় বুক বাঁধেন শিলিগুড়ি বাসী। হয়ত জমা-জলের সমস্যার সুরাহা হয়ে যাবে। কিন্তু এখন তাও জলে।