মহেশতলায় ব্যাপক ব্যবধানে জয়ী তৃণমূল কংগ্রেস
আজ বার হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা কেন্দ্রের ফল। তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে ২৮ তারিখ এই কেন্দ্রে উপনির্বাচন হয়।
নিজস্ব প্রতিবেদন: শেষ হল গণনা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলাতেও অটুট রইল ঘাসফুলের গড়। ২২ রাউন্ডের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী দুলাল দাস প্রায় ৬২ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন।
#১৭ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস ৫৫ হাজার ৫৮১ ভোটে এগিয়ে রয়েছেন।
#১৫ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস ৪৮ হাজার ৭০৫ ভোটে এগিয়ে রয়েছেন।
# ১১ রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী দুলাল দাস। এগিয়ে রয়েছেন ৩৫ হাজার ৩৯৯ ভোটে।
দশম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী দুলাল দাস এগিয়ে রয়েছেন ৩২ হাজার ৫৮১ ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে সিপিএম।
তৃণমূল বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে ২৮ তারিখ এই কেন্দ্রে উপনির্বাচন হয়। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে শান্তিতেই হয় ভোট।