নিজস্ব প্রতিবেদন: পয়লা বৈশাখে আমার পাড়া করোনা মুক্ত হোক। দলীয় কর্মীদের এই সংকল্প নেওয়ার আহ্বান জানালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। একইদিনে পড়েছে বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী। ফলে এই দিনটিতে মানুষকে করোনামুক্ত করার জন্য সচেতন করতে হবে। এমনটাই নির্দেশ দিলেন রাজ্য বিজেপি সভাপতি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা থেকে সুস্থ হয়ে ফিরেই জরুরি পরিষেবা কর্মীদের জন্য অনুদান দিলেন সল্টলেকের বাসিন্দা 


দিলীপ ঘোষ বলেন, দুসপ্তাহ ধরে আমরা ঘরবন্দি হয়ে বসে রয়েছি। উদ্দেশ্য করোনাকে পরাস্ত করা। সেই কাজে ওই বিশেষ দিনটিকে আমরা উত্সর্গ করব। পাশাপাশি বাবাসহেবের জন্মতিথি উপলক্ষে গরিব মানুষকে করোনা থেকে সচেতন করব। গরিব এলাকায় মানুষদের মধ্যে খাদ্য সমগ্রী দিতে হবে। বাবাসহেবের জন্মদিন উপলক্ষে তাদের বাবাসাহেবের বাণী শোনাব। তদের মধ্যে মাস্ক বিলি করব। তারাও যাত লকডাউন সফল করেন তাতে উদ্বুদ্ধ করব। সারা দেশে আমাদের কোটি কোটি কর্মী এটাই করবেন।


আরও পড়ুন-অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরার কারণেও ছড়াতে পারে করোনাভাইরাস: বিশ্ব ব্যাঙ্ক


এদিকে, বাবাসাহেবের জন্মদিন উপলক্ষে বিজপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এক বার্তায় জানিয়েছেন, দেশের বিজেপির কর্মকর্তাদের বাবাসাহেবের ছবিতে মালা দিতে হবে। দেশের সব বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রীদের বাবাসহেব সম্পর্কে ভিডিয়ো বার্তা দিতে হবে।


নাড্ডা আরও জানিয়েছেন, নিজের পাড়াকে করোনা মুক্ত করার অভিযান চালাতে হবে। সোশ্যাল মিডিয়ায় আম্বেদকর সম্পর্কে নিবন্ধ প্রকাশ করতে হবে।