প্রথম মন্ত্রী পেল মাল বিধানসভা, করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে চান বুলুচিক
অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক।
নিজস্ব প্রতিবেদন: বাম আন্দোলন থেকে রাজনৈতিক জীবন শুরু। ২০১১ থেকে টানা তিনবার বিধায়ক। এরপর শিবির বদলে তৃণমূলে (TMC) যোগ। অবশেষে ২০২১-এ শিকে ছিঁড়ল। এবারই প্রথম মন্ত্রী হলেন মাল বিধানসভার বিধায়ক বুলুচিক বরাইক। প্রথমবার মন্ত্রী হয়েই তাঁর বার্তা, "আমার প্রথম কাজ অতিমারিতে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো। দ্বিতীয় কাজ, চা-বাগানের পানীয় জলের সমস্য়ার সমাধান করা।"
আরও পড়ুন: Vaccine পেতে নাম রেজিস্ট্রেশন; মানুষের হয়রানি কমান, Modi-কে ফের চিঠি অধীরের
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বরাইক। তথ্য় বলছে, মাল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী কোনও বিধায়ক আজ পর্যন্ত মন্ত্রী হননি। বাম আমলে মাল বিধানসভা বাসিন্দা পরিমল মিত্র বন ও পর্যটন দফতরের পূর্ণমন্ত্রী হয়েছিলেন, তবে তিনি ক্রান্তি (বর্তমানে ডাবগ্রাম-ফুলবাড়ি) কেন্দ্রের বিধায়ক ছিলেন। সেক্ষেত্রে বুলুচিক বরাইকই মাল কেন্দ্র থেকে প্রথমবার মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হয়ে তিনি বলেন,"কলকাতা থেকে মালবাজার ফিরেই এলাকার করোনা আক্রান্তদের পাশে দাঁড়াব। এই বিপদের সময় সবার সেবা করতে চাই। এছাড়া, চা-বাগানে শ্রমিকদের পানীয় জলের সমস্যা দূর করা আমার দ্বিতীয় কাজ হবে। আমি মালবাজার ফিরে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।" অনগ্রসর শ্রেণি ও আদিবাসী উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তুলে দেওয়ার জন্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)-কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: গড়িয়ার রেমেডি হাসপাতালে তীব্র অক্সিজেনের সঙ্কট! হাসপাতালে ৮০ জন করোনা রোগী
জানা গিয়েছে, ডুয়ার্সের মাল ব্লকের রাঙামাটি চা-বাগানের এক শ্রমিক পরিবার থেকে উঠে এসেছেন বুলুচিক বরাইক। সিপিএমের পতাকা হাতে রাজনৈতিক জীবন শুরু করেন। চা-বাগানে পঞ্চায়েতিরাজ চালু হওয়ার পর, মাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হন। ২০১১ সালে প্রবল পরিবর্তনের হাওয়াতেও সিপিএমের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে, ২০১৫ সালে শিবির বদলে তৃণমূলে যোগ দেন। এরপর ২০১৬, ২০২১ সালে লাগাতার জয়ী।