অরূপ বসাক: কারবালা চা-বাগানের ১২৪ নম্বর সেকশনে নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তিশাবকের। আজ, শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাবক পড়ে যাওয়ার পরে তাকে নালা থেকে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল মা-হাতি। কিন্তু মা হাতিটি তার শাবককে নালা থেকে তুলতে ব্যর্থ হয়। শেষমেষ তার সমস্ত রাগ গিয়ে পড়ে বন দফতরের গাড়ির উপর। সেই গাড়ি ভাঙচুর করে মা-হাতি।


আরও পড়ুন: Anubrata Mondal: বীরভূমের দলীয় রাজনীতি এবার কোন পথে? অনুব্রত নিয়ে চলে এল মমতার অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ...


ফলে আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। শাবককে হারিয়ে ওই এলাকায় রীতিমতো তাণ্ডব শুরু করে দিয়েছে মা-হাতি। ফলে ঘটনাস্থল থেকে স্থানীয় মানুষজনকে আপাতত দূরে থাকতে নির্দেশ দিয়েছেন বনকর্মীরা।


আরও পড়ুন: Uttar Pradesh: অগ্নিকাণ্ডে ১০ শিশুর মৃত্যু! কী ভাবে আগুন হাসপাতালে? কার গাফিলতিতে? এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে...


ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। পাশাপাশি এসেছেন বানারহাট রেঞ্জের কর্মীরা। হস্তিশাবকের দেহ উদ্ধারের চেষ্টায় নিয়োজিত বনকর্মীরা। তবে মা-হাতি পাশেই থাকায় বনকর্মীরা সেই শাবকের দেহের সামনে যেতে পারছেন না। বনকর্মীরা জানিয়েছেন, একমাত্র মা-হাতি দূরে সরে গেলেই শাবকটির দেহ উদ্ধার করা সম্ভব হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)