অরূপ বসাক: আবারও ডাম্পিং গ্রাউন্ড প্রকল্পকে কেন্দ্র করে বাধার মুখে পড়ল মালবাজার পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ডাম্পিং গ্রাউন্ডের কাজ আটকে দিল স্থানীয়রা। মালবাজার মহকুমার মেটিলি ব্লকের শালবাড়ী সংলগ্ন নেওড়া নদীর ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছিল। জেসিবি লাগিয়ে গর্ত খোঁড়ার কাজও শুরু হয়। আর সেই সময় ওই এলাকার স্থানীয়রা খবর পেয়ে এলাকায় গিয়ে কাজ আটকে দেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Paschim Bardhaman: ধারালো কাটারি দিয়ে এলোপাথারি কোপ, জনতার রোষের শিকার অভিযুক্তের স্ত্রী


এদিন সকালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু করার জন্য ওই এলাকায় গিয়েছিলেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা, কাউন্সিলর পুলিন গোলদার-সহ পৌরসভার কর্মীরা। কিছুক্ষণ কাজ করার পরই স্থানীয়দের বাধার মুখে কাজ আটকে যায়। প্রসঙ্গত জানা গিয়েছে ওই এলাকাটি মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। খবর পেয়ে এলাকাতে পৌঁছন বিধান নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রতন ওরাও, চালসা মাটিয়ালী এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক ভুজেল-সহ অন্যান্যরা।


স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত, বিধান নগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রতন ওরাও বলেন, মাল পৌরসভার তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ করা হলেও আমাদের সেই বিষয়ে কোন কিছুই জানানো হয়নি। এলাকার বাসিন্দা বাবলু লাকড়া জানান, ওই এলাকার পাশেই রয়েছে এসএসবি জওয়ানদের আবাস। কিছুটা দূরেই রয়েছে বসতবাড়ি। এখানে ডাম্পিং রাউন্ড তৈরি হলে সমস্যা হবে সকলের।


চালসা মাটিয়ালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দীপক ভূজেল জানিয়েছেন, মেটেলি ব্লকের অন্তর্গত জমিতে মাল পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ হলেও জনপ্রতিনিধিরাই জানেন না। স্থানীয় বাসিন্দারাই ওই প্রকল্পের কাজ আটকে দিয়েছেন। মালবাজার পৌরসভার পৌর প্রধান স্বপন সাহা জানিয়েছেন, সরকারিভাবেই ওই এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমি দেওয়া হয়েছিল। সকলের সাথে আলোচনার মধ্য দিয়েই আগামীতে এই কাজ করা হবে।


বিগত দিনেও ডাম্পিং গ্রাউন্ড তৈরির জন্য মেটিলি ব্লকের সোনগাছি চা বাগান সংলগ্ন এলাকায় জমি দেওয়া হলেও স্থানীয়দের বাধায় পিছিয়ে আসতে হয়েছিল পৌরসভাকে। আর এবারও কার্যত ডাম্পিং গ্রাউন্ড তৈরিকে কেন্দ্র করে স্থানীয়দের বাধার মুখেই পড়তে হল মালবাজার পৌরসভাকে।



আরও পড়ুন, Jalpaiguri: উধাও বৃষ্টি, বাড়ছে খরচ; ক্ষতির মুখে 'ফার্স্ট ফ্লাশ'-এর ফলন


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)