রণজয় সিংহ: মোবাইল গেমে আসক্ত ছেলে। বারংবার বারণ করা সত্বেও শোনেনি কথা।বাধ্য হয়ে বাবা মা বকাবকি করতেই বিপত্তি। ২৪ ঘন্টা ধরে নিখোঁজ সপ্তম শ্রেণীর নাবালক ছাত্র। ছেলের চিন্তায় ঘুম উড়েছে বাবা-মায়ের। বিভিন্ন জায়গা খোঁজাখুঁজির পরও কোন খোজ না পাওয়ায় শেষমেশ মালদার মানিকচক থানার দ্বারস্থ নাবালকের পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মানিকচকের উগরীটোলা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম। পরিবারে স্ত্রী ছাড়াও রয়েছে দুই নাবালক ছেলে মেয়ে। বড় ছেলে নাদিম ইসলাম নাদাপ (১৩) । মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। মোবাইলের প্রতি অসম্ভব আসক্তি নাদিমের। আর যা নিয়ে প্রতিনিয়ত বাবা-মায়ের বকা শুনতে হতো তাকে। বুধবার সকালে ঠিক একইভাবে ঘুম থেকে উঠেই বাড়িতে থাকা মোবাইলে গেম খেলতে শুরু করে নাদিম। যা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে বাবা ও মা। শুরু হয় বকাবকি। যা শুনে রীতিমতো কাঁদতে শুরু করে নাদিম। রাগ করে বাড়ি থেকে বেড়িয়ে যায়।


তারপর আর বাড়ি ফেরেনি সে। চিন্তিত হয়ে পড়ে নাদিমের পরিবার। তারা নাদিমের বন্ধুবান্ধব এবং এলাকার বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মানিকচক থানার দ্বারস্থ হয়েছেন তার বাবা-মা। মা মুকতারা বিবি কাঁদতে কাঁদতে বলেন দিন সময় ভালো নেই। তার আগেই ছেলেকে যেন পুলিস খুঁজে বের করে তার আবেদন জানাচ্ছি। আর কোনদিন বকাবকি করব না ছেলেকে। ওদিকে নিখোঁজের লিখিত অভিযোগ পাওয়ার পরই খোঁজাখুঁজি শুরু করেছে মানিকচক থানার পুলিস।


আরও পড়ুন, Rajarhat Death: ইলেকট্রিক শক লাগিয়ে খুন! নার্সারি কর্মীর রহস্যজনক মৃত্যুতে জল্পনা...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)