নিজস্ব প্রতিবেদন:  ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। রিক্সাতে উঠতে গিয়ে হঠাতই জ্ঞাণ হারান। ইংরেজবাজার থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে ঘণ্টাখানেক পড়ে থাকলেও এগিয়ে এল না কেউ। রাস্তায় পড়ে থেকে মৃত্যু হল কালিয়াচকের মহম্মদ সমিউল্লার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ক্যাম্পাসে পুলিস-পড়ুয়াকে খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র মালদার শিক্ষা প্রতিষ্ঠান


যে কয়েকজন ভিড় করে আছেন, তারচেয়েও অনেক বেশি মানুষ দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেছেন  ঘণ্টাখানেক ধরে।  সকাল সকাল কালিয়াচক থেকে মালদহে এসেছিলেন মহম্মদ সমিউল্লা। রিক্সা করে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। কিন্তু তারআগেই অচৈতন্য হয়ে পড়ে যান মাটিতে। ঢিল ছোঁড়া দূরত্বে ইংরেজবাজার থানার। নাঃ, রাস্তায় পড়ে থেকে প্রাণটা চলে গেলেও, দেখা মেলেনি কোনও পুলিসেরও।


আরও পড়ুন: বিয়ের ১ বছরে মেটেনি চাহিদা,  কালীপুজোর রাতে নিজের স্ত্রীকে ভরা রাস্তায় যা করলেন স্বামী


একটা সময় সমিউল্লার পকেট থেকে মোবাইল বের করে খবর দেওয়া হয় বাড়িতে। যদিও ততক্ষণে সব শেষ।


অমানবিকতার শেষ কোথায়???


প্রশ্নটা তুলে দিয়ে গেল সমিউল্লাই...