নিজস্ব প্রতিবেদন : ভরদুপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্য ছড়িয়েছে মালদার চাঁচলের মতিহারপুরের আলসিয়াটোলা গ্রামে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির মালিকের নাম আবদুল সালাম। বোমা বিস্ফোরণের জেরে বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে। আলসিয়াটোলা গ্রামে আবদুল সালামের বাড়িতে বোমা কোথা থেকে এল, তাই নিয়েই ধোঁয়াশা ছড়িয়েছে। কেউ কি বাইরে থেকে বোমা ছুঁড়েছে নাকি কেউ চক্রান্ত করে বাড়ির ভিতরই বোমা রেখে গিয়েছিল? তাই নিয়ে ধন্দে বাড়ি মালিক আবদুল সালাম।


আবদুল সালাম ও তাঁর স্ত্রী রৌশনারা বিবির দাবি, বোমার হদিশ সম্বন্ধে তাঁরা অজ্ঞাত। বোমা বিস্ফোরণের ঘটনায় তাঁরা নিজেরাও হতবাক। কেউ হয়তো বাইরে থেকে বাড়িতে বোমা ছোঁড়ে। অথবা তাঁদের অজান্তে বাড়ির ভিতর বোমাটি রেখে যায়। রৌশনরা বিবির কথায়, "বিকট শব্দে আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণের জন‍্য শ্রবণশক্তিও হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি বাড়িতে অনেক লোক।"


সব মিলিয়ে বিস্ফোরণের ঘটনায় ঘনীভূত রহস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার পুলিস। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। তবে এদিনের ঘটনায় কেউ জখম  হননি। আরও পড়ুন, Dengue: একলাফে আক্রান্ত ৬৫০! রাজ্যে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)